৩৫ বছরের ছোট প্রেমিকার সঙ্গে লিভ টুগেদার!

সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

 

 

২২৭ বার দেখা হয়েছে

তার বয়স ছুঁয়েছে ৫৫-র কোঠা। কিন্তু শরীরের বয়স বাড়লেও জনি ডেপ মনের দিক থেকে চিরযুবা। ফলে প্রেমের অলিগলিতে তার আজও অবাধ যাতায়াত। সম্প্রতি জানা গিয়েছে নিজের থেকে প্রায় ৩৫ বছরের ছোট এক যুবতীর প্রেমে পড়েছেন তিনি।

বিষয়টি অবাক করার মতো হলেও সত্যি। রাশিয়ান এই যুবতী পেশায় গো গো ডান্সার। কিছুদিনের মধ্যে বিয়ের পর্ব নাকি সেরে ফেলতে চান এই হলিউড তারকা। বর্তমানে জনি ডেপ-এর লস অ্যাঞ্জেলেসের বাড়িতেই থাকেন সুন্দরী ও মোহময়ী পোলিনা গ্লেন।

 তারা এখন লিভ টুগেদার করছেন। জনির সঙ্গে ছবির সেট থেকে শুরু করে বিদেশ সফর সর্বত্রই সঙ্গী তিনি। সেন্ট পিটার্সবার্গের বাসিন্দার মধ্য ২০ বছর বয়সী পোলিনা প্রশিক্ষণপ্রাপ্ত নৃত্যশিল্পী হওয়ার পাশাপাশি একজন কোরিওগ্রাফারও বটে। ২০১৭ সালে অ্যাম্বার হার্ডের সঙ্গে বিচ্ছেদ হয় জনি ডেপের। জানা গিয়েছে আর কিছুদিনের মধ্যে রাশিয়ায় পোলিনার মা-বাবার সঙ্গেও দেখা করতে যাবেন তিনি।

আরো পড়ুন