৩১ তম বিসিএস ব্যাচের সকলকে অভিনন্দন!

মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

 

 

৩৯২ বার দেখা হয়েছে

০৮ বছর আগে আজকের এইদিনে বাংলাদেশ ব্যাংক থেকে ১ বছরের লিয়েন নিয়ে যোগ দিয়েছিলাম ক্যাডার সার্ভিসে-চাকরি করবো ভেবে নয়, চেখে দেখার লোভে। চাখতে গিয়েই পড়ে গেলাম অতল গহবরে।

কোর ম্যাক্রো প্ল্যানিং এর চক্রে পড়ে গেলাম। সাথে পেলাম বাংলাদেশ সিভিল সার্ভিসে আমার দেখা সবচেয়ে এফিশিয়েন্ট আর সুহৃদ সিনিয়র কলিগদের। যারা হাতে ধরে শেখালেন পলিসি প্ল্যানিং এর অ আ ক খ। ভালো লেগে গেলো। সেই যে ভালো লাগায় মত্ত হলাম, বের হতে পারলামনা। তারই ফল পরপর দুইটি পঞ্চবার্ষিক পরিকল্পনা – ৭ম ও ৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়ন ও পরিবীক্ষনে কোর অফিসার হিসেবে জুতা সেলাই থেকে চন্ডী পাঠের সব দায়িত্ব পালন।

পাশাপাশি এসডিজি নিয়ে কোর লেভেলের কাজেও যুক্ত হলাম। সরকারের সকল উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে এত্ত লম্বা সময় ধরে জড়িত থাকতে পেরে হয়েছি ধন্য।
গত ৮ বছরে সরকারি চাকর হওয়ার সুবাদে প্রাপ্তি অসীম। অপ্রাপ্তি? থাকনা সেসব নিজের কাছে। অসামান্য সব কলিগের কারণে চোখের নিমিষেই ৮ বছর কাটিয়ে দিলাম। বাকিসময়টাও যাতে এভাবেই কেটে যায়, সেজন্য দোয়াপ্রার্থী।

৩১ তম বিসিএস ব্যাচের সকলকে অভিনন্দন এ অভিযাত্রায়।

লিখাটি shimul.sen এর ব্যক্তিগত টাইমলাইন থেকে নেওয়া।

আরো পড়ুন