মার্কিন প্রেসিডেন্ট ডেনাল্ড ট্রাম্প সোমবার ওয়াল্টার রিড মেডিক্যাল সেন্টার থেকে করোনা চিকিত্সা করিয়ে হোয়াইট হাউসে ফিরলেন। চিকিত্সকরা জানিয়েছেন, এখনও বিপদমুক্ত নন মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু তাতে কী! হাসপাতাল থেকে বের হওয়ার সময়ে তার মুখে মাস্ক থাকলেও হোয়াইট হাউসে ফিরেই মাস্ক খুলে ফেললেন ট্রাম্প।
হাসপাতাল থেকে ছাড়া পেয়ে ট্রাম্প জানিয়েছেন, করোনাকে ভয় পাওয়ার কিছু নেই।
হোয়াইট হাউসে এসে তিনি ব্যালকনিতে যান ক্যামেরার জন্য পোজ দিতে। সেখানেই তিনি তার মাস্ক খুলে ফেলেন। আর হোটাইট হাউসের যেসব স্টাফ তাকে স্বাগত জানাচ্ছিলেন তারা সবাই তখন মাস্ক পরিহিত।
একটি ভিডিয়ো পোস্ট করে ট্রাম্প বলেছেন, করোনা ভাইরাস সম্পর্কে অনেক কিছুই জানলাম। এখন অনেকটাই ভালো। জানি না ভাইরাসমুক্ত হয়েছি কিনা। প্রসঙ্গত, হোয়াইট হাউসের পক্তষ থেকে জানা গিয়েছে, এখন থেকে হোয়াইট হাউসেই তার চিকিত্সা হবে। সেখানেই তাকে রেমডিসিভিরের শেষ ডোজ দেওয়া হবে।
গণমাধ্যম সূত্রে খবর, চিকিত্সকরা ট্রাম্পকে সতর্ক করেছেন, ফের তার শারীর খারাপ হতে পারে। তবে ট্রাম্প বলেছেন, ভয় পাবেন না। করোনাকে খুব বেশি গুরুত্ব দেবেন না। কুড়ি বছর আগে যেমনটা ছিলাম তার থেকেও ভালো বোধ করছি।