শ্রীলঙ্কার কারাগারে বিক্ষোভ, সংঘর্ষে নিহত ৮

মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

 

 

১৭৭ বার দেখা হয়েছে

শ্রীলঙ্কায় কারাগারে নিরাপত্তা কর্মী ও বন্দীদের মধ্যে সংঘর্ষে অন্তত আট জন নিহত ও ৫২ জন আহত হয়েছেন। করোনা সংক্রমণের আতঙ্কে পশ্চিম প্রদেশের প্রাচীন শহর মাহারাতে অবস্থিত দেশটির বৃহত্তম কারাগারে এ ঘটনা ঘটে। খবর ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র।

বিবিসি জানায়, শ্রীলঙ্কার কারাগারগুলোতে করোনাভাইরাস সংক্রমণ বাড়ছে। দেশটির উপচে পড়া কারাগারগুলোর প্রায় এক হাজার বন্দি ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যেই মহামারী নিয়ে আতঙ্কিত বন্দিরা ব্যবস্থা উন্নতকরণ ও আগাম জামিনে মুক্তি দেওয়ার দাবি জানিয়ে বিক্ষোভ করে।

বন্দীদের এ বিক্ষোভ একপর্যায়ে দাঙ্গায় রূপ নেয়। তাতে অন্তত আটজন নিহত হন এবং আহত হন ৫২ জন।

সোমবার পুলিশের মুখপাত্র অজিত রোহানা জানিয়েছেন, উদ্বেগজনক পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তাকর্মীরা কারাগারে শক্তি প্রয়োগ করেছিল। এতে হতাহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম বলছে, কারাগারে সংঘর্ষ রুখতে রক্ষীরা গুলি চালিয়েছিল। স্থানীয় বাসিন্দারা জানান, ভবনের চত্বরে তারা বড় আকারের আগুন দেখতে পেয়েছেন।

রোহানা জানান, নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করতে পুলিশের কমান্ডো বাহিনী ডাকা হয়েছে। ইতিমধ্যে পাঁচটি পুলিশ টিম সেখানে মোতায়েন করা হয়েছে।

শ্রীলঙ্কার কারাগারগুলোতে কোভিড-১৯ রোগীর সংখ্যা বৃদ্ধির কারণে সম্প্রতি বেশ কয়েকটি কারাগারে দাঙ্গার ঘটনা ঘটেছে। এর আগে রাজধানী কলম্বোয় এক কারাগারে বিক্ষোভ দেখা দেয়। বন্দীরা কারাগারের ছাদে উঠে তাদের জামিনের দাবি জানায়।

শ্রীলঙ্কার কারাগারগুলোর ধারণ ক্ষমতা ১০ হাজার হলেও সেখানে প্রায় ২৬ হাজার বন্দিকে রাখা হয়েছে। তাই কারাগারগুলোতে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে।

দেশটিতে এখন পর্যন্ত প্রায় সাড়ে ২৩ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ১১৬ জন। 

আরো পড়ুন