যুদ্ধ বিরতির শর্ত মানছে না তালিবান যোদ্ধারা

মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

 

 

১২১ বার দেখা হয়েছে

আফগানিস্তানের যুদ্ধ বন্ধে তালিবানদের সঙ্গে দেশটির সরকারি কর্মকর্তারা আলোচনা চালিয়ে যাচ্ছেন। কাতারের দোহায় শান্তিচুক্তির শর্ত ছিল, তালিবান সকল যোদ্ধাদের মুক্তি দিতে হবে এবং তালিবানরাও সরকারি সেনাদের মুক্তি দেবে। আফগান সরকার সেই শর্ত মানলেও তালেবান যোদ্ধারা শর্ত মানছে না বলে অভিযোগ উঠেছে। খবর ভয়েস অব আমেরিকা’র। 

অভিযোগ উঠেছে, জেল থেকে মুক্তি পাওয়ার পরপরই তালিবানরা পূর্বেকার রূপ ফিরতে শুরু করেছেন। তারা নির্বিচারে হত্যাযজ্ঞ শুরু করেছেন। গত বুধবার দেশটির উরুজগান প্রদেশের গিজাব জেলায় ২৮ জন পুলিশ কর্মীকে হত্যা করেছেন। 

অন্যদিকে সেনা ও পুলিশ বাহিনীর যৌথ হামলায় ১৩ জন যোদ্ধাও নিহত হন। তবে এ অভিযোগ অস্বীকার করে তালেবান। 

শান্তি আলোচনায় মধ্যস্ততাকারী দেশ যুক্তরাষ্ট্র এমন সহিংসতার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং দুটি পক্ষকে সংঘাত এড়াতে আবেদন জানিয়েছে। 

আরো পড়ুন