যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ হিরো অ্যাওয়ার্ড পেলেন ৪ বাংলাদেশি

সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

 

 

২৮৭ বার দেখা হয়েছে

মার্কিন যুক্তরাষ্ট্রে মহামারী করোনাকালীন সময়ে সাধারণ মানুষের পাশে থেকে জনসেবামূলক কাজকরে যাওয়ায় ৪ আমেরিকান বাংলাদেশি অর্জন করেছেন কোভিড-১৯ হিরো অ্যাওয়ার্ড।
নিউইয়র্কের ব্রুকলিন বোরো প্রেসিডেন্ট এরিক এডামস ৪ বাংলাদেশিসহ ১৮৮ জনকে এই অ্যাওয়ার্ড প্রদান করেন। মহামারী কোভিড-১৯ চলাকালীন সময়ে জীবনের ঝুঁকি নিয়ে যারা কমিউনিউটির মানুষের পাশে দাড়িয়েছেন। সম্মিলিত সাংগঠনিক উদ্যোগ কিংবা ব্যক্তিগতভাবে ছুটে গিয়েছেন সাহায্যপ্রার্থীদের কাছে। তাদের প্রতি সম্মাননা জানাতে ব্রুকলিন বোরো প্রেসিডেন্ট এই কোভিড-১৯ হিরো অ্যাওয়ার্ড হাতে তুলে দেন।

পুরষ্কারপ্রাপ্ত ৪ বাংলাদেশিদের মধ্যে রয়েছেন লায়ন ক্লাবএর সম্পাদক আহসান হাবিব, বাংলাদেশি কমিউনিটিতে অন্যতম পরিচিত মুখ শাহ নেওয়াজ, ব্যবসায়ী শাহ নিয়াজ, বারী হোম কেয়ার সিইও এবং লায়ন ক্লাব সভাপতি আসিফ বারী, ট্রান্সফোটেক একাডেমি সিইও এবং ‘এমইএ’ ভাইস প্রেসিডেন্ট শেখ গালিব রহমান। মহামারীর শুরু থেকেই কমিউনিটির সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন শেখ গালিব রহমান। নিজ প্রতিষ্ঠান ট্রান্সফোটেক একাডেমির ক্যাম্পাসে গড়ে তোলেন ফুড প্যান্ট্রি। মহামারীর সংকটকালীন সময়ে এমএইর উদ্যোগে ২০০০ এর অধিক মানুষের কাছে পৌছে দিয়েছেন খাদ্য সহায়তা।

কোভিড-১৯ হিরো অ্যাওয়ার্ড পেয়ে এক অভিব্যক্তিতে শেখ গালিব বলেন, ভালো কোনো কাজের জন্য পাওয়া সম্মাননা সত্যিই গর্বের। একইসাথে আরো ভালো ভালো কাজ করতে উৎসাহিত করে। তাছাড়া আমেরিকান মাটিতে বাংলাদেশিদের প্রাপ্ত এই সম্মাননা বাংলাদেশি কমিউনিটির মুখ সমুজ্বল করে।

আরো পড়ুন