মেহেরপুরে নারী কাউন্সিলরসহ ১৮ শিবিরকর্মী আটক

রবিবার, ০৬ এপ্রিল ২০২৫

 

 

১২৮ বার দেখা হয়েছে

মেহেরপুরে গোপন বৈঠক চলাকালে এক নারী কাউন্সিলরসহ ১৮ জন শিবির কর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের শেখপাড়ার একটি বাড়ি থেকে গোয়েন্দা পুলিশের ওসি জুলফিকার আলীর নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে।

বিষয়টি নিশ্চিত করে মেহেরপুর জেলা পুলিশ সুপার এস এম মুরাদ আলী জানান- মেহেরপুর পৌরসভার ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর শিউলি আক্তারের শেখপাড়াস্থ ভাড়া বাড়িতে শিবিরের কর্মীরা গোপন বৈঠক করছে- এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

তিনি আরও জানান, এসময় তাদের কাছ থেকে জিহাদি বই ও লিফলেট উদ্ধার করা হয়। কাউন্সিলর শিউলি আক্তারের সহযোগিতায় বিভিন্ন সময়ে এই বাড়িতে গোপন বৈঠক হতো বলে পুলিশের কাছে খবর ছিল। সার্বিক বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন