মিরসরাই আইনজীবী কল্যাণ সমিতির ১১ তম সাধারণ সভা সম্পন্ন

মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

 

 

১৭৪ বার দেখা হয়েছে

মিরসরাই আইনজীবী কল্যাণ সমিতির সাধারণ সভা সম্পন্ন হয়েছে। আইনপেশায় নিয়োজিত মিরসরাই উপজেলার আইনজীবীদের এই সংগঠন ১১তম সাধারণ সভার অয়োজন করে।

শনিবার (৩১ অক্টোবর) নগরীর নেভালস্থ রিভারইন রেস্টুরেন্ট এন্ড পার্টি হাউজে এই সভা অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি এডভোকেট আব্দুল মান্নানের সভাপতিত্বে বার্ষিক প্রতিবেদন প্রদান করেন সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট  অজয় কুমার কর্মকার। দিনব্যাপী অনুষ্ঠানে আর্থিক বিবরণী উপস্থাপন করেন সমিতির অর্থ সম্পাদক এডভোকেট  শাহ আজম।

এড. ফজলুল বারী’র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন এড. মুজিবুর রহমান ফারুখ, এড. জয়নাল আবেদীন, এড. সাইফুল ইসলাম, এড. নুরুল করিম এরফান, এড. ফিরোজ উদ্দিন তারেক, এড. আশরাফ সিদ্দিকী, সাইফুল্লাহ চৌধুরী নয়ন, চট্টগ্রাম আইনজীবী সমিতির সদস্য এড. মনজুর হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক ফিরোজ উদ্দিন তারেক সঞ্চালনা ও পরিচালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ করা হয়।

উল্লেখ্য, চট্টগ্রাম বার ছাড়াও বাংলাদেশের বিভিন্ন বারে আইনপেশায় নিয়োজিত মিরসরাইয়ের সন্তানরা মিরসরাই আইনজীবী কল্যাণ সমিতির সাথে সম্পৃক্ত। বর্তমানে এই সমিতির সদস্য রয়েছেন ১২৮ জন।  সমিতির একাদশ বার্ষিক সভায় সমিতিকে এগিয়ে নেওয়ার জন্য অনেকগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়।

আরো পড়ুন