নতুন ধারার ই-কমার্স সেবা নিয়ে ‘মি’ এর আত্মপ্রকাশ

মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

 

 

১৯৮ বার দেখা হয়েছে

সম্প্রতি নতুন ধারার ই-কমার্স সেবা নিয়ে আত্মপ্রকাশ করে ‘দেশিয় পণ্যের দক্ষ উদ্যোক্তা তৈরির প্লাটফর্ম Men and e-Commerce forum (ME) মি’। প্রতিষ্ঠানটি ফেইসবুক গ্রুপ করে শুরু হলেও, প্রতিষ্ঠাতা জনাব রবিউল ইসলাম রুবেলের সাথে কথা বলে জানা গিয়েছে তারা নিত্য নতুন পরিকল্পনা নিয়ে এগুচ্ছেন।

তিনি বলেন, মি-তে এপর্যন্ত যারা যুক্ত হয়েছেন কিংবা সক্রিয় থেকে কাজ করছেন, এদের বেশির ভাগই দেশীয় পণ্যের উদ্যোক্তা অথবা ক্রেতা। এখানে এমন অনেকেই আছেন যারা বিভিন্ন বড় বড় মাল্টিনেশনাল প্রতিষ্ঠানে কর্মকর্তা কিংবা মালিক। শুরু থেকেই সকল মহল থেকে আমরা যথেষ্ট অনুপ্রেরণা ও উৎসাহ পাচ্ছি।

জনাব রবিউল স্বপ্ন দেখেন একটা সময় এদেশের প্রতিটা গ্রাম থেকে এক বা একাধিক পুরুষ ও নারী উদ্যোক্তা মি তে যুক্ত হবেন এবং তার এলাকার ঐতিহ্যবাহী পণ্যগুলো সবার কাছে পরিচিত করাতে ভূমিকা রাখবেন। এ উদ্যোগটি ইতোমধ্যে শুরু হয়ে গিয়েছে বলে জানান তিনি।

মি-এর উপদেষ্টা কমিটি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে, যেখানে রয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর নেতৃবৃন্দ, বিশিষ্ট শিক্ষাবিদ, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা এবং নারীদের নিয়ে কাজ করে এমন সংগঠকও আছেন। সাথে আছেন দক্ষ মডারেটর টিম। যারা মি-কে সর্বোচ্চ সাপোর্ট করে যাচ্ছে।

তিনি জানান মি-কে ভিন্ন একটি মাত্র ও ব্যাপক জনপ্রিয় করার জন্য সাপ্তাহিক কিছু শিক্ষামূলক ইভেন্ট চালু করা হয়েছে। ইভেন্টগুলোতে যারা সময় দিচ্ছেন, তারা নিজেদের বেসিক স্কিল এবং নলেজ বৃদ্ধির লক্ষ্যে সময় দিচ্ছেন। একজন উদ্যোক্তার জন্য নেটওয়ার্কিংটা যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তেমনিভাবে নলেজ শেয়ারিংটা গুরুত্বপূর্ণ। তাই আমাদের সাপ্তাহিক ইভেন্ট থেকে শুধু উদ্যোক্তারা নন বরং চাইলে সকল শ্রেণী পেশার মানুষ উপকৃত হতে পারবেন। ইতোমধ্যেই দক্ষতা উন্নয়নের লক্ষ্যে আমরা ট্রেনিং প্রোগ্রামও হাতে নিয়েছি। ইনশাআল্লাহ এ প্রশিক্ষণ কর্মশালা একের পর আসতে থাকবে। কারণ আমাদের মূল পরিকল্পনাই হচ্ছে সারা দেশব্যাপী দেশিয় পণ্যের দক্ষ উদ্যোক্তা তৈরি করা। আলহামদুলিল্লাহ সারা দেশের দেশীয় পণ্যের পুরুষ ও নারী উদ্যোক্তাদের অনেককেই আমরা এক করে ফেলেছি। আশা করি আগামী ২ বছরের মধ্যে প্রায় ৫০% একসাথে করতে সক্ষম হবো।

আরো পড়ুন