ধর্ষকদের বিচার দাবিতে ছাত্রলীগের বিক্ষোভ

মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

 

 

১৭০ বার দেখা হয়েছে

দেশে সম্প্রতি ঘটে যাওয়া একাধিক আলোচিত ধর্ষণের ঘটনার বিচার দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্রলীগ।

রবিবার (২৭ সেপ্টেম্বর) সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ও বাংলাদেশ ছাত্রলীগ এই অনুষ্ঠানের আয়োজন করে। 

সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাতেমা আক্তারকে ধর্ষণ, নিপীড়ন ও ভয়ভীতি প্রদর্শনের  সাথে সম্পৃক্ত অপরাধীদের,  সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ ও খাগড়াছড়িতে ধর্ষণের এবং সাভারে স্কুল ছাত্রী হত্যার প্রতিবাদ ও অপরাধীদের খুঁজে বের করে সর্বোচ্চ শাস্তির দাবী জানানো হয়।

অনুষ্ঠানে ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান জয় বলেন, ধর্ষকের কোনো দলীয় পরিচয় নেই।  একই সাথে তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সারা দেশে ঘটে যাওয়া ধর্ষণের দ্রুত ন্যায় বিচার দাবি করেন।

প্রসঙ্গত : গত ২১শে সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাতেমা আক্তার, ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের হাসান আল মামুনকে মুল অভিযুক্ত করে ও সাবেক ভিপি নুরুল হক নুর সহ মোট ছয়জনের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন। 

অপরদিকে সিলেটে এমসি কলেজে স্বামীর সাথে বেড়াতে গিয়ে ছাত্রলীগ নেতা-কর্মী কর্তৃক গণধর্ষণের শিকার হয়  তরুণী (২০) ও খাগড়াছড়িতে ডাকাতির পর আদিবাসী নারীকে গণধর্ষণ করা হয়। 

সাভারে প্রেমের প্রস্তাবে সাড়া না দেয়ায় বখাটে মিজানের ছুরিকাঘাতে মৃত্যুবরণ  করেন নীলা রায়।

ফাইযু/এনএইচ/রগা

আরো পড়ুন