দিবাযত্ন প্রকল্পে কর্মরতদের চাকুরী স্থায়ীকরণের সুপারিশ

মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

 

 

১১৬ বার দেখা হয়েছে

নিম্নবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণির কর্মজীবী মায়েদের শিশুদের জন্য দিবাযত্ন কর্মসূচি প্রকল্পে কর্মরত কর্মচারীদের বেতন-ভাতা প্রদান এবং চাকুরী রাজস্ব খাতে ও স্থায়ীকরণের সুপারিশ করেছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সংসদ ভবনে কমিটির সভাপতি মেহের আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ সুপারিশ করা হয়। বৈঠকে কমিটি সদস্য মো. শাহজাহান মিয়া, মো. আব্দুল আজিজ, শবনম জাহান এবং সাহাদারা মান্নান অংশ গ্রহণ করেন।

বৈঠকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং এর আওতাধীন দপ্তর ও সংস্থার বাস্তবায়নাধীন ২১টি কর্মসূচির উপকারভোগীদের জাতীয় পরিচয়পত্র, মোবাইল নম্বর দিয়ে পুর্নাঙ্গ তথ্যসহ একটি ডাটাবেইজ তৈরীর সুপারিশ করা হয়।

কমিটি স্বাধীনতার পর ১৯৭২ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রতিষ্ঠিত ঢাকার ইস্কাটনস্হ নারী পুর্নবাসন কেন্দ্রটির সার্বিক অবস্থা আকস্মিক পরিদর্শন করে বাস্তব চিত্র কমিটির পরবর্তী বৈঠকে উপস্থাপনের সুপারিশ করে।

বৈঠকে ছিটমহলের নারীদের জীবনযাত্রার মান উন্নয়ন কর্মসূচির আওতাধীন উপকারভোগী এবং গণপরিবহনে নারীর নিরাপদ যাতায়াত ব্যবস্থাপনার উন্নয়ন কর্মসূচির আওতায় বাস মালিক সমিতি, যাত্রী কল্যাণ সমিতি, বাসের ড্রাইভার ও হেলপার এবং যে সকল সংগঠন ও বিভাগ পরিবহন সংক্রান্ত কাজের সাথে সম্পর্কিত তাদের পুর্নাঙ্গ তথ্যের ভিত্তিতে ডাটাবেইজ তৈরীর সুপারিশ করা হয়।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক, জাতীয় মহিলা সংস্থার নির্বাহী পরিচালকসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

আরো পড়ুন