দাও কোরবানি : মনের পশু

মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

 

 

১২৬ বার দেখা হয়েছে

এ বি এম ফয়েজ উল্যাহ >>

দাও জবেহ্ অহংবোধের অসুরে,
দাও জবেহ্ মনের পাশব- পশুরে,
গোস্ত খাওয়ার এ’ নয় মহোৎসব।
নাহলে তোমার জানোয়ার কোরবানে,
আল্লার দরবারে রাখেনা কোন মানে
লাব্বায়েকে লা-জবাব রবে তব রব।।
কুলমাখলুকাতে মানুষ আশরাফ,
খলিফাতুল্লাহ,শুদ্ধতায়,পাক-সাফ,
মূর্তপ্রতীক প্রেম-প্রীতি-ভালোবাসার।
সে’ সব আস্তিরে নাস্তিতে ঠেলে মানব,
শয়তানি ফেরেবে হয়ে গেছে দানব,
মনুষ্যত্বের নেইকো লেশমাত্র আর।।
খুন-খারাবি গুম ধর্ষণ রাহাজানি,
পাক-কোরান,রাসুলের বাণী না মানি,
সিরাতুল মুসতাকিম- চ্যুত- মুসলমান।
গরু- ছাগলের লহু চাহেনা আল্লাহ্,
লাখো কোটি জীব কেটে করোনা হল্লাহ,
মনের-পশুরে আজ দাও কোরবান।।

আরো পড়ুন