কুইন্সের ওজন পার্ক থেকে ৪ মিলিয়ন ডলারের হেরোইনের চালান ও একে ৪৭ উদ্ধার

মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

 

 

৯৬ বার দেখা হয়েছে

কুইন্সের ওজনপার্ক এলাকা থেকে মাদক দ্রব্য নিয়ন্ত্রনকারী আইন প্রয়োগকারী সংস্থার একটি এজেন্ট ৪ মিলিয়ন ডলার মূল্যের একটি মাদকের চালান আটক করেছে। জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে ৪৪ পাউন্ড হোরোইন ও কোকেন। একই সাথে গুলি ভর্তি একে ৪৭ রাইফেল ও গুলি ভর্তি পিস্তল উদ্ধার করেছে। এ ঘটনার সাথে জড়িত সন্দেহে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। ৮ জানুয়ারি আইন প্রয়োগ কারী সংস্থার একটি প্রতিনিধি দল দুইমাস তদন্ত করে এ ঘটনার উদঘাটন করেছেন বলে জানিয়েছেন।
ঘটনার সাথে জড়িত সন্দেহে ৩ জনকে নগরীর বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার করা হয়েছে। এরা হলেন কুইন্সের টেরি বার্বুর (৪৭), ব্রুকলিনের জামাল জনসন(৫০) ও ফেরি ফানচেস (৪৫)। হেরোইন ও কোকেনের সাথে ফেন্টানেল নামে আরো একটি ড্রাগ উদ্ধার করা হয়। যা হেরোইনের সাথে মিশ্রন করা হয়। এই মিশ্রনের ফলে আফিমের চেয়ে আরো ৫০ গুন বেশী ক্ষমতা সম্পন্ন মাদকের নেশা হয়। যা শরীরের জন্য খুবই মারাতœক।
এ ঘটনায় কুইন্স জেলা এটর্নী মেলিন্ডা কার্টজ বলেন, মাদকের মিলটি একটি আবাসিক ভবন থেকে উদ্ধার করা হয়েছে। ওজন পার্কের ৮০ স্টিটে অবস্থিত ভবনটির আশপাশে দুটি স্কুলও রয়েছে।
মাদক দ্রব্য নিয়ন্ত্রনকারী সংস্থা আরো জানান, গ্রেফতারকৃত ফেরি ফানসেচ এর উপর দীর্ঘদিন নজর দারি রাখা হয়। সম্প্রতি সে একটি বিশেষায়িত ভাঁজ করা টেবিল আবাসিক ভবনের উপরে তোলেন এবং দুই ঘন্টা সেখানে অবস্থান করে ফিরে আসেন। পরে আইন প্রয়োগকারী সংস্থার লোকজন সেই ভবনে হানা দিয়ে টেবিলের ভেতর থেকে মাদক গুলো উদ্ধার করেন। একই সাথে মাদক প্যাকেজিং পক্রিয়া করনের সরাঞ্জামও উদ্ধার করা হয়।

আরো পড়ুন