কিম কার্দাশিয়ানের স্বামী পেলেন ১২৬৬ ভোট

মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

 

 

১০৬ বার দেখা হয়েছে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিয়ে কিম কার্দাশিয়ানের স্বামী ব়্যাপার কেনি ওয়েস্ট পেয়েছেন মাত্র ১ হাজার ২৬৬টি ভোট। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন।
 
গত মঙ্গলবার শুরু হওয়া ভোটে বিভিন্ন রাজ্য থেকে পাওয়া ফলাফলে তিনি এ ভোট পান।

চলতি বছর জুলাইয়ে রিপাবলিকান প্রার্থী বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে নির্বাচনী আসরে নামার ঘোষণা দিয়েছিলেন কেনি ওয়েস্ট। ঘোষণায় তিনি বলেছিলেন, বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প তার প্রধান বিরোধী। তিনি নির্বাচনী মাঠে থাকবেন একজন স্বতন্ত্র প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে।

গত জুলাইয়ে টুইটারে দেওয়া নিজের বার্তায় কেনি লেখেন, ‘এখন সময় এসেছে যাতে আমরা আমেরিকাকে দেওয়া প্রতিশ্রুতি রাখতে পারি, সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস রেখে, ঐক্যের প্রতি দৃষ্টি বজার রেখে আমাদের ভবিষ্যৎ গড়তে হবে। আমি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার দৌঁড়ে নামলাম।

আরো পড়ুন