করোনার কাছে আত্মসমর্পণ করেছেন ট্রাম্প: বাইডেন

মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

 

 

৯৮ বার দেখা হয়েছে

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন বলেছেন, ডোনাল্ড ট্রাম্প করোনার কাছে আত্মসমর্পণ করেছেন।

দেশটির গুরুত্বপূর্ণ রাজ্য ফ্লোরিডায় এক প্রচারণায় জো বাইডেন এ কথা বলেন। 

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সম্ভাবনাময় এই রাজ্যের মানুষ করোনার কাছে আত্মসমর্পণ করা ট্রাম্পকে কখনই ভোট দেবেন না।  

বাইডেন জানান, নির্বাচিত হলে করোনার বিরুদ্ধে শক্তভাবে অবস্থান নেবেন। ট্রাম্প প্রশাসন মানবাধিকার হরণ করেছে বলেও মন্তব্য করেন বাইডেন।

এদিকে ফ্লোরিডায় আরেক সমাবেশে ডোনাল্ড ট্রাম্প সমৃদ্ধ যুক্তরাষ্ট্র গড়তে আবারো নির্বাচিত করতে জনগণের প্রতি আহ্বান জানান। ট্রাম্প দাবি করেন, তার সময়ে মার্কিন অর্থনীতি সবচেয়ে বেশি সমৃদ্ধ হয়েছে।

জিডিপির বিষয়টি টেনে এনে ট্রাম্প বলেন, তিনি মার্কিন জিডিপি ৩৩ দশমিক ১ শতাংশে উন্নীত হয়েছে। যা আগের যে কোন সময়ের চেয়ে প্রায় ৩ গুন। এ সময় উপস্থিত দর্শকদের মধ্য থেকে করোনা ইস্যুতে তার সরকারের ভূমিকা নিয়ে জানতে চাওয়া হলে, বিষয়টি এড়িয়ে যান তিনি।  

ট্রাম্পের পাশে প্রথমবারের মতো এদিন নির্বাচনী সমাবেশে উপস্থিত ছিলেন তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প।

তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মের উজ্জ্বল ভবিষ্যৎ বিনির্মাণে ট্রাম্পের বিকল্প নেই। বিশ্ব এই মহামারী দ্রুত কাটিয়ে উঠবে। 

আরো পড়ুন