ওয়াসিংটন ডিসিতে কারফিউ ক্যাপিটল ভবনে হামলার ঘটনায় নিহত ৪ গ্রেফতার ৫২

সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

 

 

২৪১ বার দেখা হয়েছে

নিজের ক্ষমতাকে দীর্ঘ স্থায়ী করতে ওয়াসিংটন ক্যাপিটেল ভবনে প্রেসিডেন্টের আমন্ত্রনে আসা ট্রাম্প সমর্থকরা হামলা ভাংচুর চালায়। সেখানে চরম অরাজক পরিস্থিতি তৈরি করেন তারা। ৬ জানুয়ারি দুপুরে হামলা চালান কংগ্রেস ক্যাপিটেল ভবনের ভেতরে। এ ঘটনায় চারজন নিহত হয়েছেন। এদের মধ্যে একজন নারীও রয়েছেন। হামলার ঘটনায় রাজধানী ওয়াসিংটন ডিসিতে কারফিউ জারি করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে ৫২ জনকে। ডিসিতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

ওয়াশিংটন ডিসি পুলিশ জানায়, তারা ৫২ জনের বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্য ৪৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে কারফিউ ভঙ্গের অভিযোগে।

গতকাল বুধবার ট্রাম্পের শত শত উগ্র সমর্থক ক্যাপিটল ভবনে হামলা চালায়। জো বাইডেনের জয় আনুষ্ঠানিকভাবে প্রত্যয়নে এ সময় কংগ্রেসের যৌথ অধিবেশন চলছিল। নির্বাচনে ট্রাম্পের পরাজিত হওয়ার ফল পাল্টে দেওয়ার লক্ষ্যে এই হামলা চালানো হয়।

ক্যাপিটল ভবনে হামলা-সংঘর্ষের ঘটনায় অভূতপূর্ব বিশৃঙ্খল পরিস্থিতির মুখে একপর্যায়ে কংগ্রেসের যৌথ অধিবেশন স্থগিত করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে পরে ফের অধিবেশন শুরু হয়।

আরো পড়ুন