ঈদে মিলাদুন্নবীতে মোদির শুভেচ্ছা

মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

 

 

৮৫ বার দেখা হয়েছে

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

মুসলিম সম্প্রদায়ের এ বিশেষ দিনটিতে শুক্রবার (৩০ অক্টোবর) এক টুইট বার্তায় তিনি জানান, দিনটি সবার মাঝে আরও সহানুভূতি ও ভ্রাতৃত্ববোধ বয়ে আনবে।

ভারতের প্রধানমন্ত্রী টুইটে লেখেন, ‘মিলাদুন্নবীর শুভেচ্ছা। আশা করি, দিনটি সর্বত্র আরও সহনশীলতা ও ভ্রাতৃত্ববোধ বয়ে আনবে। সবাই সুস্থ ও সুখী হোক, ঈদ মোবারক।’

মহানবী মুহাম্মদ (স.) এর জন্মদিন উপলক্ষে প্রতি আরবি বছরের ১২ রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠান বিশ্ব মুসলিম উম্মা ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালন করে থাকেন।

আরো পড়ুন