ভার্জিন অস্ট্রেলিয়া তাদের সাবসিডিয়ারি বাজেট এয়ারলাইন টাইগারএয়ার অস্ট্রেলিয়া বন্ধের ঘোষণা দিয়েছে। একই সঙ্গে আরো তিন হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়াভিত্তিক উড়োজাহাজ সংস্থাটি। খবর এএফপি।
আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট বন্ধের কারণে গত এপ্রিলে দেউলিয়া ঘোষিত ভার্জিন অস্ট্রেলিয়া তখন থেকেই কোম্পানির আর্থিক পরিস্থিতি চাঙ্গা করার চেষ্টা করছে।
গত বুধবার অস্ট্রেলিয়ান সিকিউরিটিজ এক্সচেঞ্জের কাছে এক ঘোষণায় ভার্জিন অস্ট্রেলিয়া তাদের বাজেট উড়োজাহাজ সংস্থা টাইগার এয়ার বন্ধ করবে এবং তিন হাজার কর্মী ছাঁটাই করবে। ছয় হাজার কর্মী এখনো উড়োজাহাজ সংস্থায় বহাল রয়েছেন।
আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ রাখার পাশাপাশি বহর সংক্ষিপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে ভার্জিন অস্ট্রেলিয়া। নভেল করোনাভাইরাস ঠেকাতে সীমান্ত বন্ধ রাখার বিষয়টি ২০২১ সাল নাগাদ বহাল থাকবে বলে আশা করা যাচ্ছে।
ভার্জিন অস্ট্রেলিয়ার সিইও পল স্কুরাহ এক বিবৃতিতে বলেন, অভ্যন্তরীণ ও দূরপাল্লার ফ্লাইট নভেল করোনাভাইরাস মহামারীপূর্ব স্বাভাবিক অবস্থায় ফিরতে অন্তত তিন বছর লেগে যাবে। বাণিজ্যিক প্রতিষ্ঠান হিসেবে আমাদের দ্রুত সিদ্ধান্ত নিতে হবে, যাতে নতুন বিশ্ব পরিস্থিতিতে আমরা টিকে থাকতে পারি।
গত জুনে ভার্জিন অস্ট্রেলিয়া অধিগ্রহণ করে নিয়েছে যুক্তরাষ্ট্রের বেসরকারি ইকুইটি জায়ান্ট বেইন ক্যাপিটাল। চুক্তিটি এখনো নীতিনির্ধারকদের অনুমোদনের অপেক্ষায় রয়েছে এবং চলতি মাসে তা চূড়ান্ত হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
মহামারীর আগে থেকেই কান্তাসের মতো বৃহৎ উড়োজাহাজ সংস্থাগুলোর বিপরীতে অবস্থান করে নিতে হিমশিম খাচ্ছিল ভার্জিন অস্ট্রেলিয়া।