করোনা

মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫

 

 

১২৩ বার দেখা হয়েছে

মুহাম্মদ নিযামুদ্দীন >>

মানুষের এত দম্ভ, লম্ফঝম্প
গেলো আজ কোথায়!
অদৃশ্য এক ভাইরাসের ভয়ে
দেখ সে কতটা অসহায়!
কামান, বিমান, ট্যাংক, সাবমেরিন
কিংবা পারমাণবিক আন্ডা ;
সবকিছু দেখ একেবারে ঠান্ডা।
কিছুই আসছেনা কোনো কাজে,
চারিদিকে শুধু বিষাদের সুর বাজে।
ভয় পেলে ইঁদুর যেভাবে
যায় তড়িঘড়ি ঢুকে
আশেপাশের গর্তের ভেতরে,
মানুষও আজ
গেছে ঢুকে সেভাবে
যার যার ঘরে –
করোনার ডরে।
করোনা বলে, আমাকে নয় ;
করুণাময় যিনি, কর তাঁকে ভয় ;
সুদিন আবার আসবে সুনিশ্চয়।

মুহাম্মদ নিযামুদ্দীন এর ফেসবুক ওয়াল থেকে।

আরো পড়ুন