এমি পুরস্কারজয়ী ‘ব্রেকিং ব্যাড’ তারকা ব্রায়ান ক্রানস্টোন করোনাভাইরাসের মৃদু উপসর্গ থেকে সুস্থ হয়েছেন। এরপর ব্রায়ান নিজের প্লাজমা দান করেছেন। আশা, তাঁর অ্যান্টিবডি অন্যদের সহায়তা করবে।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, মাস্ক পরিহিত ব্রায়ান এ খবর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে জানিয়েছেন। একটি ভিডিও শেয়ার করেছেন তিনি, যেখানে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় পরিচালিত প্লাজমা সেন্টারের কার্যক্রম দেখা যাচ্ছে।
ব্রায়ান বলেন, ‘আমি ঘোষণা করছি, কয়েক দিন আগে আমি কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছিলাম। সৌভাগ্যবান যে মৃদু লক্ষণ ছিল।’ এরপর ব্রায়ান জানান, তিনি প্লাজমা দান করেছেন, যা অন্যদের সাহায্য করবে।
ব্রায়ান আরো বলেন, যুক্তরাষ্ট্রে এরই মধ্যে দেড় লাখ মার্কিন নাগরিক করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। এ পরিসংখ্যান টেনে নিজেকে সৌভাগ্যবান বলে আখ্যা দিয়েছেন অভিনেতা।