বিচারকের আসনে মেহজাবিন

মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

 

 

১১৮ বার দেখা হয়েছে

‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় মুকুট জয়ের আগে বিচারকদের সামনে এসেছেন মডেল-অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। এবার তিনিই বসতে যাচ্ছেন বিচারকের আসনে।

নৃত্যশিল্পী অন্বেষণের রিয়েলিটি শো ‘দ্য ডান্স কিং’ এর বিচারক হয়েছেন তিনি। প্রতিযোগিতার আয়োজন করেছে সোহাগ ড্যান্স ট্রুপ।

এ আয়োজনে মেহজাবিন ছাড়াও তিনটি শাখায় প্রতিযোগীদের বাছাই করবেন বিজরী বরকতউল্লাহ, ইভান শাহরিয়ার ও নাদিয়া আহমেদ। লোকনৃত্য, সৃজনশীল, পশ্চিমা ও সমসাময়িক যে কোনো একটি নাচের মানসম্পন্ন ভিডিও পাঠিয়ে এ প্রতিযোগিতায় অংশ নেওয়া যাবে ঘরে বসেই। সারাদেশ থেকে পাঠানো নাচের ভিডিওগুলো ঘরে বসে দেখেই শিল্পীদের নির্বাচন করবেন বিচারকরা।

ক্ষেত্রবিশেষে বিচারকরা একসঙ্গে বসেও নাচগুলো দেখবেন। প্রাথমিকভাবে অনলাইনে প্রতিযোগিতার কার্যক্রম চলবে। এ বছর ডিসেম্বরের শেষের দিকে গালা রাউন্ডের অনুষ্ঠান সরাসরি মঞ্চে অনুষ্ঠিত হবে। মেহজাবিন চৌধুরী বলেন, ‘ম্যাঙ্গোলি চ্যানেল আই সেরা নাচিয়ে ২০১৫’ প্রতিযোগিতায় অতিথি বিচারক হয়েছিলাম। আবারও নৃত্য প্রতিযোগিতার বিচারক হতে যাচ্ছি ভেবে ভালোই লাগছে। ইভান শাহরিয়ার আমার নাচের গুরু। তা ছাড়া আমরা বিভিন্ন জায়গায় জুটি বেঁধে নাচ করি। তাই এ প্রতিযোগিতার বিচারক হতে সম্মত হয়েছি। এরই মধ্যে প্রতিযোগিতার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। আশা করছি এ প্রতিযোগিতার মাধ্যমে অনেক নতুন প্রতিভাবান নৃত্যশিল্পী খুঁজে পাওয়া যাবে।’

আরো পড়ুন