ক্যাপিটল ভবনে হামলার ঘটনায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

Police hold back supporters of US President Donald Trump as they gather outside the US Capitol’s Rotunda on January 6, 2021, in Washington, DC. – Demonstrators breeched security and entered the Capitol as Congress debated the a 2020 presidential election Electoral Vote Certification. (Photo by Olivier DOULIERY / AFP) (Photo by OLIVIER DOULIERY/AFP via Getty Images)

মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

 

 

১৩৯ বার দেখা হয়েছে

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার ক্যাপিটল ভবনে হামলার ঘটনায় এক পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে তিনি মারা যান। খবর সিএনএনের।

এ নিয়ে ক্যাপিটল ভবনে হামলা ও সহিংসতার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫ এ।

হামলার সময় পুলিশের গুলিতে ঘটনাস্থলেই এক নারীর মৃত্যু হয়। এরপর গুরুতর আহত অবস্থায় মৃত্যু হয় আরো তিনজনের।

এই ঘটনায় কমপক্ষে ৫০ জন পুলিশ কর্মকর্তা আহত হন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা ছিল আশঙ্কাজনক।

ক্যাপিটল ভবনে হামলার ঘটনায় এ পর্যন্ত ১৫টি মামলা হয়েছে বলে জানা গেছে।

আরো পড়ুন