জ্যাকসন হাইটসে ডিসকাউন্টে পচা সবজি!

মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

 

 

১১৩ বার দেখা হয়েছে

জ্যাকসন হাইটসে সবজির সেল মানেই পচা সবজির বাহার সাজিয়ে নিম্ম মানের সবজি বিক্রি করছেন একাধিক গ্রোসারি মালিকরা। বিশেষ করে ইন্ডিয়ান মালিকানাধীন একটি সুপার মার্কেট কর্তৃপক্ষের বিরুদ্ধে সেল দিয়ে নিম্মমানের পচা সবজি বিক্রির অভিযোগ পাওয়া গেছে। দাম কম দেখে একশ্রেনীর ক্রেতারা এ সব সবজি কিনে নিয়ে যান। বাড়িতে রান্নার পর এসব সবজির স্বাধ গন্ধ কিছুই পাওয়া যায়না বলে অভিযোগ পাওয়া গেছে।

ক্রেতাদের দৃষ্টি আকর্ষন করতে আমেরিকায় বিভিন্ন সময় বিভিন্ন জিনিষের উপর দোকান মালিকরা মূল্যছাড় দিয়ে থাকেন। তখন কিছু ভাল জিনিষের উপর এসব ছাড় দেয়া হয়। কিন্তু জ্যাকসন হাইটসের ইন্ডিয়ান মালিকানাধীন সুপার মার্কের ক্ষেত্রে তা সম্পুর্ণ ভিন্ন। তাদের কাছে সেল মানেই নিম্ম মানের জিনিষ। আর সবজি হলেতো কথাই নেই। সেগুলো হবে পচা বা খাওয়ার অযোগ্য।
২২ ডিসেম্বর জ্যাকসন হাইটসের ৩৭ এভিনিউ এবং ৭৩ স্ট্রিটে অবস্থিত একটি ইন্ডিয়ান মালিকানাধীন সুপার মার্কেটে গেলে নিম্ম মানের সবজির সেল দিয়ে দোকানের বাইরে সাজিয়ে রাখতে দেখা যায়।

ইয়ালো কাগজে দাম লেখা ভেন্ডি, সীম, মূলার শাকসহ বিভিন্ন প্রকার নিম্ম মানের শাকের উপর সেল দেয়া হয়েছে। এ গুলোর মধ্যে দুয়েকটি সবজি এক বারেই পচা। শাক ও সবজির উপরের অংশে কালো দাগ পড়ে গেছে।
বাংলাদেশী মালিকানাধীন অপর একটি গ্রোসারিতে গেলে সেখান নিম্ম মানের সসা বিক্রি করতে দেখা গেছে।
নিয়ম অনুযায়ি এসব নিম্ম মানের সবজি বিক্রি না করার কথা থাকলেও দোকান মালিক পক্ষ তা মানছেনা।

নিম্ম মানের সবজি বিক্রি করার কারনে ভোক্তা অধিকার সংরক্ষন আইনে কেউ যদি এ বিষয়ে ৩১১ এ নিউইয়র্ক সিটিকে অভিযোগ করেন তাহলে এসব দোকান মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করবে কর্তৃপক্ষ।
সবজি ক্রয় করতে আসা ক্রেতা সাইদা আক্তার জানান, এটি একটি আর্শ্চয্যজনক ব্যাপার প্রকাশ্যে বাহিরে সাজিয়ে এসব নিম্মমানের সবজি বিক্রি হচ্ছে অথচ প্রশাসন কোন কিছুই করছেনা।

অপর ক্রেতা জেসমিন নাফিজা বলেন, মাছ, মাংস থেকে বেশী দাম দিয়ে আমরা সবজি কিনি। দাম কম শুনে সবজি ক্রয় করতে এসেছিলাম। অথচ এখানে নিম্ম মানের সবজি ও পচা সবজি সাজিয়ে রেখেছে। এই সব সবজি কিনবেন কিনা প্রশ্নের জবাবে নাফিজা বলেন, দাম যতই কম হোক সবজির গায়ে কালো দাগ পড়া সবজি কেনার প্রশ্নই আসেনা।

অবশ্য দুই জন ক্রেতাকে এসব নিম্ম মানের সবজি কিনে নিয়ে যেতে দেখা গেছে। এছাড়া সবজি সতেজ রাখার মেডিসিন ব্যবহার করে সবজি বিক্রি করারও অভিযোগ উঠেছে সুপার মার্কেট কতৃপক্ষের বিরুদ্ধে। অথচ এ সব সবজি খেলে মানুষের শরীরে যে কোন ধরনের রোগ সৃষ্টি হতে পারে বলে মনে করেন একাধিক ডাক্তার।

আরো পড়ুন