এবার ভ্যাকসিন নিলেন মার্কিন শীর্ষ বিজ্ঞানী অ্যান্থনি ফাউসি

মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

 

 

১০৮ বার দেখা হয়েছে

যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রমণ রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি জাতীয় স্বাস্থ্য সংস্থায় (এনআইএইচ) সরাসরি সম্প্রচারিত এক অনুষ্ঠানে সোমবার তার কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণ করেছেন। এ সময় সেখানে অন্যান্য সিনিয়র কমকর্তা ও ছয়জন স্বাস্থ্য কর্মীও এ টিকা নেন।

এ সময় সর্বজন শ্রদ্ধেয় এ চিকিৎসক জানান, দেশের জনগণকে উৎসাহিত করতে তিনি সরাসরি টিভি-ক্যামেরার সামনে এ টিকা নিলেন।

তিনি বলেন, ‘এ ভ্যাকসিনের নিরাপত্তা ও কার্যকারিতার ব্যাপারে আমার পূর্ণ আস্থা রয়েছে।’

ফাউসি আরো বলেন, ‘আমি সকলকে উৎসাহিত করতে চাই যাদের টিকা নেয়ার সুযোগ রয়েছে যাতে আমরা এই দেশকে সুরক্ষার চাদরে ঢেকে দিতে পারি। আর এর মধ্যদিয়ে মহামারি করোনাভাইরাসের অবসান ঘটবে।’

একইভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনও করোনা ভাইরাসের টিকার প্রথম ডোজ নেন। স্থানীয় সময় সোমবার (২১ ডিসেম্বর) ডেলাওয়্যারের একটি হাসপাতালে তিনি এ টিকা নেন। তার এই টিকা নেওয়ার দৃশ্য-ও টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়। 

টিকা নেওয়ার পর ৭৮ বছর বয়সী বাইডেন আমেরিকানদের উদ্দেশ্যে বলেছেন, ‘টিকা নিতে ভয়ের কিছু নেই।’ এ সময় তিনি টিকা নেওয়ার সময় সকলকে মাস্ক পরিধান করার আহ্বান জানান।

আরো পড়ুন