দিলীপকে মূলধারার নেতাদের সমর্থন

মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

 

 

১২১ বার দেখা হয়েছে

নিউইয়র্ক সিটি কাউন্সিল নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিনপ্রার্থী দিলীপ নাথকে সমর্থন করেছেন কুইন্সের প্রভাবশালী অ্যাসেম্বলিওম্যান ক্যাথরিন নোলেন। ১৩ ডিসেম্বর ক্যাথরিন নোলেনের অফিস থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, কুইন্সের বাসিন্দা বিশেষ করে কমিউনিটির সঙ্গে নিবিড় সম্পর্ক আছে এমন প্রতিনিধি প্রয়োজন। জনসমাজের জন্য শক্ত নেতৃত্বের প্রয়োজনের এ সময়ে দিলীপ নাথ কুইন্সের লোকজনের শক্তিশালী মুখপাত্র হতে পারেন। তাঁর অভিজ্ঞতা ও জনস্বাস্থ্য কর্মসূচি নিয়ে তাঁর নীতিমালা মহামারির এই সময়ে নাগরিকদের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

দিলীপ নাথের সমর্থনে এগিয়ে আসায় উচ্ছ্বাস প্রকাশ করে ক্যাথরিন নোলেন বলেন, তাঁর মাধ্যমে জনসমাজের দাবি–দাওয়া সজোরে উচ্চারিত হবে। একজন নাগরিক সংগঠক হিসেবে দীর্ঘদিনের পরিচিতির উল্লেখ করে তিনি বলেন, তাঁর সঙ্গে দিলীপ নাথের নেতৃত্ব নাগরিকদের বহু অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ এনে দেবে।

এর আগে নিউইয়র্কের প্রভাবশালী নারীনেত্রী এলিজাবেথ ক্রাউলি বাংলাদেশি মার্কিন দিলীপ নাথকে সমর্থন জানিয়েছেন। ক্যাথরিন নোলেন দ্বিতীয় নারীনেত্রী যিনি আগামী সিটি কাউন্সিলের নির্বাচনে বাংলাদেশি প্রার্থী দিলীপ নাথের সমর্থনে এগিয়ে এসেছেন। মূলধারার নেতৃত্বের মধ্য থেকে এমন সমর্থন নির্বাচন জয়ের জন্য দিলীপ নাথের সম্ভাবনাকে বাড়িয়ে তুলেছে বলে তাঁর সমর্থকেরা মনে করেন।

উল্লেখ্য; দিলীপ নাথ চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম গ্রহন করেন।

আরো পড়ুন