সরকার হাট স্কুলের শিক্ষকদের শ্রদ্ধাভরে স্বরণ করল ৯৫ ব্যাচের ছাত্ররা

মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

 

 

৪৩৬ বার দেখা হয়েছে

শিক্ষার আলোয় আলোকিত করে ছাত্রদের মানুষের মত মানুষ করার প্রাণান্তকর চেষ্টায় উদ্ভূদ্ধকারী ও মানুষ গড়ার কারিগর শিক্ষকদের স্বরণ করল ছাত্ররা। দেশ বিদেশে অবস্থানকারী সরকার হাট এন.আর উচ্চ বিদ্যালয়ের ৯৫ ব্যাচের এসএসসির ছাত্ররা বাড়ি বাড়ি গিয়ে শিক্ষকদের সম্মাননা জানিয়েছেন।
ছাত্রদের এই মহৎ উদ্যোগে আবেগে আপ্লুত শিক্ষক সমাজ। সম্মাননা পেয়ে শিক্ষকদের অনেকেই অনুভূতি ব্যক্ত করতে গিয়ে কেঁদে ফেলেন।

দীর্ঘ পঁচিশ বছর পর শিক্ষকদের ঠিকানা সংগ্রহ করে তাদের হাতে পৌঁছে দেন সম্মাননা ক্রেষ্ট। ছাত্ররা দেখা করে ১৯ জন শিক্ষকের হাতে ইতিমধ্যে তুলে দিয়েছেন স্মারক সম্মাননা ও শুভেচ্ছা উপহার।
স্থানীয় শিক্ষক ছাড়াও দুর দুরান্তে অবস্থানকৃত শিক্ষদের সাথেও দেখা করেছেন ছাত্ররা।

দুই যুগেরও বেশী সময় পর ছাত্রদের এ ধরনের মহতি উদ্যোগ বর্তমান ও সাবেক শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে প্রাণচাঞ্চল্য সৃষ্টি করেছে। অনেককেই মন্তব্য করতে দেখা গেছে, এ ধরনের উদ্যোগ শিক্ষক ও ছাত্রদের মধ্যে ভাতৃত্ব ও ভালবাসা বহু গুণ বেড়ে যাবে।

শিক্ষক বিনোদ বিহারী দে ছাত্রদের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, তারা যে আমার ঠিকানা সংগ্রহ করে আমার সাথে দেখা করবে এরকম কখনো ভাবেননি। সম্মাননা ও শুভেচ্ছা উপহার পেয়ে কেঁদে ফেলেন তিনি।

ছাত্র লিটন কান্তি নাথ জানান, আমরা ৯৫ ব্যাচের এসএসসি পরীক্ষার্থীরা মিলে স্যারদের সম্মাননা ও শুভেচ্ছা উপহার দেওয়ার পরিকল্পনা ছিল অনেক আগে থেকেই। অবশেষে স্যারদের খোঁজ খবর নিতে পেরে আমরা আনন্দিত।

অপর ছাত্র আমেরিকা প্রবাসী আরিফুল হাসান জানান, এই ধরনের উদ্যোগের মধ্যে দিয়ে ছাত্র শিক্ষকের মধ্যে ভাতৃত্বের বন্ধন সুদৃঢ় করতে আমাদের এই প্রয়াস। এখনো মনে পড়ে আমরা যেন স্যারদের সামনে বসে আছি। স্যারদের ভালবাসা আমাদের মনের গহীনে আবেগ তাড়া করে। আমরা ভবিষ্যতেও অন্যান্য স্যারদের জন্য কিছু করতে পারি সে জন্য সকল ছাত্রের সহযোগিতা কামনা করেন তিনি।

আরো পড়ুন