জিতেই প্রথম যে কাজটি করলেন বাইডেন

মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

 

 

১০১ বার দেখা হয়েছে

মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট জো বাইডেন। বহু প্রতীক্ষিত নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে আগামী ৪ বছরের জন্য হোয়াইট হাউজে বসতে যাচ্ছেন ডেমোক্র্যাট নেতা বাইডেন। নির্বাচনে জয় পেয়েই টুইটারে দেশবাসীর উদ্দেশে বার্তা তো দিলেনই, সেই সঙ্গে বদলে ফেললেন টুইটারে নিজের বায়ো। 

টুইটারে এতদিন নিজের পরিচয় দিয়ে আসছিলেন- ‘একজন ডেমোক্র্যাট, যিনি প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে রয়েছেন’। নির্বাচনে জিতে এখন সেই অংশ বদলে লিখলেন- ‘নির্বাচিত প্রেসিডেন্ট, সকল আমেরিকানদের পাশে দাঁড়ানোর জন্য প্রস্তুত।’

মার্কিন যুক্তরাষ্ট্রের নব্য নির্বাচিত প্রেসিডেন্ট জোর দিলেন সম্প্রীতির ওপর। টুইটারে তিনি লিখলেন, ‘আমেরিকা ও আমি সম্মানিত, যে এই মহান দেশ চালানোর জন্য আপনারা আমায় নির্বাচিত করেছেন।’

তিনি আরও লিখেছেন, ‘আমাদের সামনে কঠিন কাজ রয়েছে। কিন্তু প্রতিশ্রুতি দিচ্ছি, আমি প্রত্যেক আমেরিকানের প্রেসিডেন্ট হব। আপনি আমায় ভোট না দিয়ে থাকলেও। যে বিশ্বাস আমার ওপর রেখেছেন, তা বজায় রাখব।’

সেই সঙ্গে একটি ভিডিও পোস্ট করেছেন বাইডেন। যেখানে আমেরিকার সকল ধর্ম-বর্ণ-লিঙ্গ নির্বিশেষে সব মানুষ এক ফ্রেমে বন্দি হচ্ছেন।

আরো পড়ুন