মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটির কংগ্রেসকে জানিয়েছে, ওই মন্ত্রণালয় সংযুক্ত আরব আমিরাতের কাছে ১০ বিলিয়ান ডলার মূল্যের ৫০টি এফ-৩৫ যুদ্ধবিমান সরবরাহ করার বিষয়টি অনুমোদন করেছে। মধ্যপ্রাচ্যে ইহুদিবাদী ইসরাইলের সামরিক প্রাধান্য নিশ্চিত রাখতে হবে বলে কংগ্রেসের পক্ষ থেকে সতর্ক করার পরও পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হলো।
এর আগে বার্তা সংস্থা রয়টার্স গতমাসে জানিয়েছিল, আগামী ২ ডিসেম্বর আরব আমিরাতের জাতীয় দিবস পালনের আগেই ট্রাম্প প্রশাসন আবু ধাবির সঙ্গে এফ-৩৫ জঙ্গিবিমান বিক্রির ব্যাপারে একটি প্রাথমিক চুক্তি সম্পাদন করতে চায়।
তবে মার্কিন সিনেটের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটি এবং প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র বিষয়ক কমিটি এ ধরনের চুক্তি পর্যালোচনা করে তা বাতিল করতে পারে।
গত আগস্ট মাসে ফিলিস্তিন দখলদার ইসরাইলের সঙ্গে আবু ধাবি কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার ঘোষণা দেয়ার পর মার্কিন সরকার সংযুক্ত আরব আমিরাতকে এফ-৩৫ জঙ্গিবিমান দিতে সম্মত হয়। একাধিক সূত্র জানিয়েছে, এই চুক্তির ব্যাপারে ইহুদিবাদী ইসরাইল অনাপত্তি জানানোর পরই কেবল আবু ধাবিকে অত্যাধুনিক এই জঙ্গিবিমান দিতে সম্মত হয়েছে ওয়াশিংটন।