মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আগাম ভোট দিলেন বাইডেন

WILMINGTON, DE – OCTOBER 28: Democratic presidential nominee Joe Biden and his wife Dr. Jill Biden depart the Delaware State Building after casting their ballots for the general election on October 28, 2020 in Wilmington, Delaware. (Photo by Drew Angerer/Getty Images)

মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

 

 

১৩৮ বার দেখা হয়েছে

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রার্থী জো বাইডেন বুধবার ডেলাওয়ারে তার ভোট দিয়েছেন। ক্ষমতাসীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে তার জোরালো নির্বাচনী প্রচারণা শেষ করার ছয়দিন আগে তিনি তার ভোট দিলেন। খবর এএফপি’র।

যুক্তরাষ্ট্রের সাবেক এ ভাইস প্রেসিডেন্ট ইউলমিংটনে ডেলাওয়ার স্টেট বিল্ডিংয়ে প্রবেশ করে সেখানে তিনি আগাম ভোট দেয়া রেকর্ড সংখ্যক আমেরিকান নাগরিকের নামের তালিকায় যুক্ত হন। দেশটিতে বুধবার পর্যন্ত ৭ কোটি ৪০ লাখ নাগরিক আগাম ভোট দিয়েছেন। মহামারি করোনাভাইরাসের কারণে বিভিন্ন ভোট কেন্দ্রে লোকজনের ভিড় এড়াতে তারা আগাম ভোট দেন।

আরো পড়ুন