বিদেশগামীদের করোনা মুক্ত সনদ দিতে ১০ প্রতিষ্ঠানকে মনোনয়ন

মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

 

 

৯৯ বার দেখা হয়েছে

বিদেশ গমনেচ্ছু যাত্রীদের কোভিড-১৯ মুক্ত সনদ প্রদানের জন্য ১০টি বেসরকারি প্রতিষ্ঠানের আরটি-পিসিআর ল্যাবকে মনোনয়ন দেয়া হয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে বিদেশ গমনেচ্ছু যাত্রীদের কোভিড-১৯ মুক্ত সনদ প্রদানের জন্য এই ১০টি বেসরকারি প্রতিষ্ঠানকে মনোনয়ন দেয়া হয়েছে।

প্রতিষ্ঠানগুলি হচ্ছে-
১. আন্তর্জাতিক উদারাময় কেন্দ্র (আইসিডিডিআরবি), মহাখালী, ঢাকা।
২. ডিএমএফআর মলিকিউলার ল্যাব এন্ড ডায়গনস্টিকস, সোবাহানবাগ, ঢাকা।
৩. ল্যাব এইড লিমিটেড, ধানমন্ডি, ঢাকা।
৪. ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল, মহাখালী, ঢাকা।
৫. আইদেশী, মহাখালী, ঢাকা।
৬. পপুলার ডায়গনস্টিক সেন্টার, ধানমন্ডি, ঢাকা।
৭. স্কয়ার হাসপাতাল, পান্থপথ, ঢাকা।
৮. এভার কেয়ার হাসপাতাল, বসুন্ধরা, ঢাকা।
৯. প্রাভা ডায়াগনস্টিক, বনানী, ঢাকা।
১০. ইউনাইটেড হাসপাতাল, গুলশান, ঢাকা।

একই সাথে বিদেশ গমনেচ্ছু সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কোভিড-১৯ মুক্ত সনদ প্রদানের জন্য আইইডিসিআর,বি এর পাশাপাশি সরকারি কর্মচারি হাসপাতালকেও নির্ধারণ করা হয়েছে। এই সনদগুলি এখন থেকে দেশের সকল বিমান বন্দর, স্থল বন্দর, ও নৌ বন্দরে প্রদর্শন করে যাত্রীরা বিদেশ যেতে পারবেন।

আরো পড়ুন