প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে নতুন ডিজি নিয়োগ

মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

 

 

১৪৩ বার দেখা হয়েছে

আলমগীর মুহম্মদ মনসুরুল আলমকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) পদে নিয়োগ দিয়েছে সরকার। এর আগে তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিদ্যালয়) পদে দায়িত্বরত ছিলেন। 

১৯৮৬ সালের বিসিএস ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা মুনসুরুল আলমকে গ্রেড-১ এ পদোন্নতির পর ওই পদে নিয়োগ দিয়ে আজ সোমবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রসঙ্গত, গত ১৪ সেপ্টেম্বর অবসরে গেছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. ফসিউল্লাহ। এরপর থেকে মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্বে পালন করে আসছিলেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক সোহেল আহমেদ।

আরো পড়ুন