যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের প্রয়াত বিচারপতি গিন্সবার্গ’র স্থানে এইমি কোনী ব্যারেটকে মনোনীত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ৩৮দিন আগে গতকাল শনিবার সন্ধ্যায় তাকে মনোনয়ন দিলেন ট্রাম্প। খবর ভয়েস অব আমেরিকা’র।
বিশ্লেষকরা বলছেন, প্রেসিডেন্ট ট্রাম্পকে আরও রক্ষণশীল একটি কোর্টের সুবিধা দেবে ৪৮ বছর বয়সী এ বিচারক।
গতকাল শনিবার হোয়াইট হাউসের রোজ গার্ডেনে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘সুপ্রিম কোর্টে তাঁর মতো অন্যতম এক মেধাবী বিচারককে মনোনয়ন দিতে পেরে আমি গর্বিত বোধ করছি।’ প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর মনোনয়নকে তরান্বিত করার আবেদন জানিয়ে বলেন, ‘আইনপ্রণেতা এবং সংবাদ মাধ্যম তাকে যেন ব্যক্তিগত ও দলীয় কটাক্ষ করা থেকে বিরত থাকে।’
ব্যারেট তার সংক্ষিপ্ত ভাষণে প্রয়াত বিচারক গিন্সবার্গ’র অবদানের কথা স্মরণ করেন।