শেখ হাসিনার জন্মদিনে মিরসরাইতে যুবলীগ ছাত্রলীগের বর্ণাঢ্য আয়োজন

মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

 

 

১৭২ বার দেখা হয়েছে

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন উপলক্ষে মিরসরাইতে যুবলীগ-ছাত্রলীগের উদ্যোগে বর্ণাঢ্য কর্মসূচি গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠানে দলের নেতাকর্মী, সমর্থক-শুভ্যানুধ্যায়ীরা আনন্দ-উৎসবের মধ্যে দিয়ে জন্মদিনের এই অনুষ্ঠান উদযাপন করেবেন।

আজ (২৮ সেপ্টেম্বর) যুবলীগ নেতা মাইনুর ইসলাম রানা এবং ইব্রাহীম খলিল ভুঁইয়ার নেতৃত্বে অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে, খতমে কোরআন, এতিমদের মাঝে খাদ্য বিতরণ, বৃক্ষ রোপন, শোভাযাত্রা, কেক কেটে জন্মদিন পালন ইত্যাদি।

অনুষ্ঠানের আয়োজকদের অন্যতম উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক যুবলীগ নেতা মাইনুর ইসলাম রানা বলেন, শেখ হাসিনা সমগ্র জাতিকে নিষ্ক্রিয়তা, নির্জীবতা, বিমূঢ়তা থেকে মুক্ত করার জন্য দীর্ঘ লড়াই সংগ্রাম চালিয়ে আসছেন। সংগঠক হিসেবে নিজ দলকে করে তুলেছেন গতিশীল। শুধু বাংলাদেশ এবং বাঙালির মাঝে শেখ হাসিনাকে দেখতে গেলে ছোট গণ্ডিতে ছোট করে দেখানো হয়। প্রকৃতপক্ষে তিনিই বাঙালী পথিক এবং পুরো দেশের প্রতিনিধি। বহির্বিশ্বে বাঙালির অগ্রগতিকে তিনি যতখানি সামনে তুলে এনেছেন তা অতুলনীয়। বাংলাদেশকে সমৃদ্ধ দেশ এবং বাঙালিকে সমৃদ্ধ জাতি হিসেবে সামনে এগিয়ে নেয়ার প্রত্যাশী শেখ হাসিনা। বাংলাদেশ নামক রাষ্ট্রটির অগ্রগতির নায়ক শেখ হাসিনা বিশ্বনায়ক অভিধার দিকে ক্রমশ এগিয়ে চলেছেন। যা জাতি হিসেবে বাঙালির জন্য গৌরবের। এমন একজন নেতার জন্মদিন পালনে আমরা নানা কর্মসূচি গ্রহন করেছি।

আরো পড়ুন