ন্যাটো প্রধানকে সামনে রেখে আলোচনায় বসছে তুরস্ক ও গ্রিস

মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

 

 

১১৮ বার দেখা হয়েছে

গ্রিসের পূর্বাঞ্চলে ভূ-মধ্যসাগরীয় জলসীমায় তুরস্ক নৌ মহড়া শুরু করলে গ্রিসের সঙ্গে দেশটির উত্তেজনা বিরাজ করছে। বিতর্কিত ঐ জলসীমায় তুরস্কের তেল অনুসন্ধানের বিষয়ে গ্রিসের আপত্তি রয়েছে। তবে ন্যাটোভুক্ত দেশ দুইটির চলমান উত্তেজনার প্রশমনে হস্তক্ষেপ করেছেন ন্যাটো মহাসচিব জেন্স স্টলটেনবার্গ। এরপর পরই দুই দেশ আলোচনার টেবিলে বসতে সম্মত হয়েছে। খবর ভয়েস অব আমেরিকা’র। 

গত মঙ্গলবার দুই সপ্তাহ ব্যাপী নৌ মহড়ার আগে তুরস্কের রাষ্ট্রপতি রেসেপ তাইয়েফ এরদোয়ান গ্রিসের বিরুদ্ধে জলদস্যুতার অভিযোগ তুলেছেন।

তুরস্কের এই মহড়া নেটোভুক্ত দেশ দুইটির দ্বিপাক্ষিক সম্পর্ক চরমভাবে আঘাত করবে। তবে তুরস্কের দাবি, তাদের সীমান্তের কাছে কস্তোলোরিজা দ্বীপে গ্রিসের সেনা মোতায়েনের বিরুদ্ধে এ মহড়া চালানো হচ্ছে।

এমএস/

আরো পড়ুন