তারেক রহমানের ফাঁসি চেয়ে বিক্ষোভ

মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

 

 

৪৮৫ বার দেখা হয়েছে

২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী সমাবেশে গ্রেনেড হামলা মামলার মূল পরিকল্পনাকারী হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দায়ী করে ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ।
আজ (২১ আগস্ট) সকালে চট্টগ্রামস্থ মিরসরাই সদরে বিক্ষোভ শেষে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে প্রতিবাদ সমাবেশ করে দলটির বিভিন্নস্তরের নেতাকর্মীরা।
সমাবেশে যুবলীগ নেতা মাইনূর ইসলাম রানা বলেন, একুশে আগস্ট গ্রেনেড হামলা ছিল বিএনপির রাজনৈতিক সিদ্ধান্ত। তারা আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করতে গ্রেনেড হামলা চালায়। মহান আল্লাহর রহমতে আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেদিন প্রাণে বেঁচে যান।  তারা রাষ্ট্রীয় মদদে জঙ্গিবাদের উত্থান ঘটায়। এরা সন্ত্রাসী সংগঠন, জঙ্গি সংগঠন। কানাডার ফেডারেল কোর্ট রায় দিয়েছে, বিএনপি সন্ত্রাসী সংগঠন। একুশে আগস্ট গ্রেনেড হামলার রায়ে  তারেক রহমানের যাবজ্জীবন হয়েছে। তারেক রহমান মূলহোতা-মাস্টারমাইন্ড। আমরা আদালতের রায়ের প্রতি শ্রদ্ধাশীল। কিন্তু আমাদের দাবি, এই হামলার মাস্টার মাইন্ড তারেক রহমানের ফাঁসির রায় কার্যকর করতে হবে, সন্ত্রাসী সংগঠন বিএনপির রাজনীতি নিষিদ্ধ করতে হবে।
মিরসরাই উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য সোহরাওয়ার্দী নিজামী নওফেল বলেন, ২০০৪ সালে সন্ত্রাস বিরোধী সমাবেশ করতে গিয়ে যেভাবে  আমাদের দলের নিবেদিত প্রাণ নেতা-কর্মী শহিদ হয়েছেন তা অত্যন্ত বেদনাদায়ক ও ঘৃণ্যতর। বাংলাদেশ ছাত্রলীগ সন্ত্রাস, জঙ্গিবাদের বিরুদ্ধে সব সময় সোচ্চার।  ২১ আগস্ট বর্বরোচিত গ্রেনেড হামলার মাস্টার মাইন্ড তারেক রহমানের যতদিন ফাঁসির রায় কার্যকর করা না হবে ততোদিন  ছাত্রলীগ  কঠোর থেকে কঠোর আন্দোলন করা যাবে।  তিনি আরো বলেন আওয়ামী লীগ সরকার আজ ক্ষমতায় আছে বলে বাবর ও পিন্টুসহ ১৯ জনের মৃত্যুদণ্ডাদেশ দেয়া হয়েছে। তাই আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রী উচ্চ আদলতের মাধ্যমে যেন এই মামলার প্রধান আসামী তারেক রহমানে ফাঁসির রায় কার্যকর করবেন।
উপজেলা যুবলীগ নেতা মাইনূর ইসলাম রানার নেতৃত্বে বিক্ষোভ সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগ নেতা সাইফুল ইসলাম, ইব্রাহিম ভূঁইয়া, শামীম হোসেন, আনিসুর রহমান, সালাউদ্দিন মজনু, ওমর ফারুক, নিলু, বাদশা, শাহরিয়ার, মিরসরাই উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য সোহরাওয়ার্দী নিজামী নওফেল, সাখাওয়াত, বাবু, ফাহিম, তুষার, হৃদয়, আয়েছ, বাপ্পি, নুরনবী, সালাউদ্দিন, সালমান প্রমুখ।

আরো পড়ুন