বরকে ফেলে পুরোহিতের সঙ্গে পালালেন তরুণী

সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

 

 

২৪৪ বার দেখা হয়েছে

বিয়ের আসরে বরকে রেখে এক পুরোহিতের সঙ্গে হয় প্রেম হয় কনের। বিয়ের পর সেই পুরোহিতের হাত ধরেই পালিয়ে যান ভারতের মধ্যপ্রদেশের এক তরুণী। ঘটনাই ঘটেছে মধ্যপ্রদেশের অসথ গ্রামের। দুই সপ্তাহ আগে গ্রামেরই এক যুবকের সঙ্গে চার হাত এক হয়েছিল ২১ বছরের সেই তরুণীর। গত ৭ মে বিয়ের আসরে হাজিরও হয়েছিলেন তিনি।

বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিতও ছিলেন আত্মীয়রা। সুষ্ঠুভাবেই সম্পন্ন হয় বিয়ে। কিন্তু সেই সময় যে পুরোহিত তার বিয়ে পড়ান তিনিই হঠাৎ হয়ে উঠেন কনের স্বপ্নের নায়ক। তাই বিয়ে করেও শ্বশুড়বাড়িতে মন টেকাতে পারলেন না কনে। বিয়ের পরপরই বাপের বাড়িতে ফিরে আসেন তিনি। তারপরই গত ২৩ মে পুরোহিত বিনোদ মহারাজের সঙ্গে চুপচাপ বাড়ি থেকে পালিয়ে যান।

গ্রামবাসীরা তাদের খোঁজ শুরু করলে জানা যায়, শ্বশুড়বাড়ি থেকে পাওয়া দেড় লাখ টাকার গহনা এবং ৩০ হাজার নগদ টাকা নিয়ে পালান তিনি। পরের দিন থানায় অভিযোগ দায়ের করে তরুণীর পরিবার। তাদের অভিযোগ, বিনোদই ভুলিয়ে ভালিয়ে তাকে সঙ্গে নিয়ে পালিয়েছেন। তবে স্থানীয়রা এও জানাচ্ছেন, বিনোদের সঙ্গে যুবতীর সম্পর্ক নতুন নয়। গত দুই বছর ধরে প্রেমের সম্পর্ক তাদের।

আরো পড়ুন