মিরসরাই এসোসিয়েশন ইউএসএ এনওয়াই এর কমিটি পুর্নবহাল

সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

 

 

১৬০ বার দেখা হয়েছে

মিরসরাই এসোসিয়েশন ইউএসএ এনওয়াই ইনক এর কার্যকরী কমিটি আগামী এক বছরের জন্য বর্ধিত করা হয়েছে। গত ৩ জানুয়ারি সিটির আইন অনুযায়ী ৬ ফুট স্যোসাল দুরত্ব মেনে এবং মাস্ক পরিধান করে সমিতির ১০ জন বিশেষ সদস্যর সমন্বয়ে এবং অন্যান্য সদস্যদের জুম কনফারেন্সের মাধ্যমে জ্যামাইকা এলাকায় কমিটির এক বিশেষ সাধারণ সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

বর্তমান সভাপতি মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরিফ ভূঁইয়ার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, সমিতির সিনিয়র সহসভাপতি হানিফ চৌধুরী, সহ সাধারণ সম্পাদক আবু তাহের, নির্বাহী উপদেষ্টা কাওসার চৌধুরী, সহ মহিলা সম্পাদিকা ফারহানা শারমীন সুমী, কার্যকরী পরিষদ সদস্য ফখরুদ্দিন ভূঁইয়া, হায়দার টিপু, সাধারণ সদস্য তাহমিনা ফারুক কলি, সাধারণ সদস্য হাফিজুল ইসলাম।
সাধারণ সভায় সর্ব সম্মতিক্রমে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। এ সময় বর্তমান কমিটির মেয়াদ তথা সভাপতি হিসাবে মেজবাহ উদ্দিন ও সাধারণ সম্পাদক পদে আরিফ ভূঁইয়া পুনরায় আরো একবছর বর্ধিত সময়ের জন্য দায়িত্ব পালন করবেন বলে ঘোষনা দেন সংগঠনের নির্বাহী উপদেষ্টা কাওচার চৌধুরী।
বর্তমান উপদেষ্টা পরিষদের মেয়াদও আরো এক বছর বর্ধিত করার ষোষনা দেন কার্যকরী পরিষদ সভাপতি মেজবাহ উদ্দিন।
বর্তমান সংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন সেলিম স্বপরিবারে স্থায়ী ভাবে বসবাস করার জন্য কানেকটিকাট চলে যাওয়ায় তার স্থলাভিষিক্ত জায়গায় সহ মহিলা সম্পাদিকা শারমীন সুলতানা সুমীকে কার্যকরী (একটিং) সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেয়া হয়। জনাবা সুমি কার্যকরী সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব গ্রহণ করায় তার শূন্য পদ পূরণে সর্বজন শ্রদ্ধেয় কার্যকরী পরিষদ সদস্য সাজেদা বেগমকে সহ মহিলা সম্পাদিকার দায়িত্ব অর্পন করা হয়। শারমীন সুমি শাখাওয়াত সেলিমের সাথে সমন্বয়ের মাধ্যমে এবং সাজেদা বেগম মহিলা সম্পাদিকা জনাবা ফেরদৌস আরা রেখার সাথে সমন্বয় করে নিজ দায়িত্ব পালন করবেন।
এ ছাড়া সমিতির রেজিষ্ট্রেশন স্টেটের (৫১সি) ধারা মোতাবেক নন প্রফিট প্রতিষ্ঠানে উন্নিত করনের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সহ সাধারণ সম্পাদক আবু তাহের মিয়াকে পূর্ণাঙ্গ দায়িত্ব দেয়া হয়েছে।
সভায় বক্তাগন পৃথিবী ব্যাপী প্রায় সাড়ে ৬ কোটি লোকের কোভিট আক্রান্ত এবং প্রায় ১৮ লাখ লোকের অকাল মৃত্যুতে গভীর শোক ও বেদনাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

আরো পড়ুন