মাস্ক না পরায় জরিমানা গুণলেন চিলির প্রেসিডেন্ট

সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

 

 

১০৫ বার দেখা হয়েছে

চিলিতে জনসম্মুখে মাস্ক পরিধান করা বাধ্যতামূলক। কিন্তু এই নিয়ম পালন না করায় দেশটির প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরাকে ৩ হাজার ৫০০ ডলার জরিমানা গুণতে হয়েছে। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ লাখ টাকা। খবর আল জাজিরার।

চলতি মাসের শুরুতে চিলির প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা সমুদ্র সৈকতে ঘুরতে গিয়েছিলেন। সেখানে যাওয়ার পর এক নারী তার সঙ্গে অত্যন্ত আগ্রহ নিয়ে সেলফি তুলেছিলেন। সেই সেলফিতে মাস্ক পরা ছিলেন না পিনেরা।

সমুদ্রে সৈকতে তোলা ওই সেলফি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন ওই নারী। এরপর দেশটিতে এ নিয়ে শুরু হয় সমালোচনা। শুধু সমালোচনাই নয়, জরিমানাও গুনতে হয়েছে চিলির প্রেসিডেন্টকে।

চিলিতে জনসমাগম স্থলে মাস্ক পরার ক্ষেত্রে রয়েছে কড়াকড়ি। এটা অমান্য করলে জরিমানার পাশাপাশি কারাদণ্ডও দেওয়া হচ্ছে। তবে, জরিমানা দিয়েই পার পেয়েছেন প্রেসিডেন্ট পিনেরা।

অবশ্য মাস্ক ছাড়া সেলফি তোলার পর পরই তিনি এই ঘটনার জন্য ক্ষমা চেয়েছিলেন। ক্ষমা চেলেও জরিমানা থেকে পার পাননি তিনি।

আরো পড়ুন