ফ্রান্সে এবার গির্জার সামনে যাজককে গুলি

সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

 

 

১৬০ বার দেখা হয়েছে

ইসলাম অবমাননা নিয়ে উত্তাপ ফ্রান্সে এবার গির্জার সামনে বন্দুকধারীর গুলিতে মারাত্মক আহত হয়েছেন এক যাজক। স্থানীয় সময় শনিবার (৩১ অক্টোবর) বিকেল ৪টার দিকে লিও শহরের গ্রিক অর্থডক্সের একটি গির্জায় এ ঘটনা ঘটে। খবর এবিসি নিউজের। 

পুলিশ জানিয়েছে, উপাসনা শেষে গীর্জা থেকে বের হচ্ছিলেন ওই যাজক। এ সময় এক বন্দুকধারী শটগান থেকে দুটি গুলি করে পালিয়েছে যায়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক। অপরাধীকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে। 

এর আগে গির্জার বাহিরে তিনজনকে গলাকেটে হত্যার পর ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর জানিয়েছিলেন, ‘দেশের যে সমস্ত জায়গায় ভিড় বেশি, সেসব স্থানে সেনা মোতায়েন থাকবে।’ 

হয়েছেও তাই। উপাসনালয় ও স্কুলগুলোতে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে। তারপরও কিভাবে এমন ঘটনা ঘটল, তার জবাব নেই ফ্রান্সের পুলিশের কাছে। 

আরো পড়ুন