যুক্তরাষ্ট্রে তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন সংগ্রাম পরিষদের প্রতিষ্ঠাবাষিকী উদযাপন

সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

 

 

৩৩৮ বার দেখা হয়েছে

বিএনপির ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন সংগ্রাম পরিষদ যুক্তরাষ্ট্র শাখার উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। ১ সেপ্টম্বর নিউইয়র্কের প্লাশিং মেডে পার্কে সংগঠনের সভাপতি পারভেজ সাজ্জাদের সভাপতিত্বে কেক কেটে বেলুন ও পায়রা উঠিয়ে জাকজমক পূর্ণ ভাবে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এসময় যুক্তরাষ্ট্র বিএনপি, যুবদল, ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রত্যাবর্তন পরিষদের সাধারন সম্পাদক আবুতাহের ও সিনিয়র সহসাধারণ সম্পাদক খলকুর রহমানের যৌথ সঞ্চালনায় যুক্তরাষ্ট্র বিএনপিসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।


প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ডা: মজিবুর রহমান মজুমদার। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, যুক্তরাষ্ট্র বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, সাবেক সিনিয়র সহসভাপতি গিয়াস আহমেদ, সাবেক সিনিয়র সহসভাপতি অধ্যাপক দেলোয়ার হোসেন, সাবেক যুবদল কেন্দ্রীয় সাংগঠনিক ও বিএনপি নেতা সম্পাদক কামাল সাঈদ মোহন, বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি সোলেমান ভূঁইয়া, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল, সেচ্চাসেবক দলের সভাপতি মিল্টন ভূঁইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও বিএনপি নেতা মর্শাল মুরাদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও বিএনপি নেতা আবদুস সবুর, মুক্তিযোদ্ধা দলের সভাপতি বাবর উদ্দিন, যুক্তরাষ্ট্র বিএনপির সহসভাপতি আনোয়ার হোসেন, মনজুর চৌধুরী, জাসাস কেন্দ্রীয় যুগ্ন সম্পাদক গোলাম ফারুক শাহিন, এবাদ চৌধুরি, যুবদল সভাপতি জাকির এইচ চৌধুরি, সিটি যুবদল সভাপতি রেজাউল আজাদ ভূঁইয়া, জাতীয়তাবাদি ফোরাম সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম, প্রধান উপদেষ্টা একেএম রফিকুল ইসলাম ডালিম, মিজানুর রহমান, লিটন খান, আমজাদ হোসেন।


অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদি ফোরাম সভাপতি নাছিম আহমেদ, সাধারণ সম্পাদক মোতাহের হোসেন, ফারুক হোসেন মজুমদার, সাইদুর খান ডিউক, মাহবুবুর রহমান মুকুল,জামালুর রহমান চৌধুরি, বাচ্চু মিয়া, কামরুজ্জামান, তারেক জামান, জাসাস সিটি সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন সংগ্রাম পরিষদের সিনিয়র সহসভাপতি জাকির এইচ হাওলাদার, সহসভাপতি বদরুল হক আজাদ, খুরশেদ আলম, মতিউর রহমান লিটু, জাহাঙ্গীর সরওয়ার্দী, এম আজিজ হিরু, শোয়েব আহমেদ, মুক্তাদির আহমেদ, যুগ্ন সম্পাদক আহসানুল্লাহ মামুন, আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, প্রচার সম্পাদক শরীফ আহমেদ, অর্থ সম্পাদক মোঃ হানিফ, ছাত্র বিষয়ক সম্পাদক সফিক আহমেদ, তৌহিদ স্মৃতি সংসদের সভাপতি নুর আলম, সাধারন সম্পাদক আহসানুল্লাহ মামুন, আবদুর রহিম বাহার, আবদুল্লাহ আল মামুন (সবুজ), ইসমাঈল হোসেন, ইকবাল হোসেন, নাজমুল হোসেন, মোজাম্মেল সোহাগ, আল মামুন, মশিউর রুবেল, রিয়াদ হোসেন, আবদুর রহিম, মশিউর রহমান মশু, সাইফুল ইসলাম, ওমর ফারুক, মোঃ ফারুক, আতিকুল্লাহ। মিরসরাই জাতীয়তাবাদি ফোরাম সভাপতি সাইফুদ্দিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক কাজী সাইফুল আলম, সিনিয়র সহসভাপতি মাঈন উদ্দিন, যুগ্ন সম্পাদক ইমাম হোসেন, আশিকুর মান্নান খান, ইসমাঈল হোসেন, অনিক, তাজুল ইসলাম, সোলেমান উদ্দিন।


প্রধান অতিথির বক্তব্যে মুজিবুর রহমান বলেন, আওয়ামীলীগের স্বৈরতন্ত্রে দেশের মানুষ অতিষ্ট। আর বেশী সময় নেই বিএনপির নেতৃত্বে এদের পতন সংগঠিত হবে। তাই প্রতিষ্ঠা বার্ষিকীতে সবাইকে শপথ নিতে হবে এই সরকারের পতন না হওয়া পর্যন্ত আমরা ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন চালিয়ে যাব।
বিশেষ অতিথি জিল্লুর রহমান বলেন, দেশের মানুষ এই সরকারের হাতে কোন ভাবে নিরাপদ নয়। খুন, গুম, লুটপাট এদের নৈত্য নৈমিত্তিক ঘটনা। যত দ্রæত এদের ক্ষমতাচ্যুত করা যায় ততই জাতির মঙ্গল।


অপর অতিথি গিয়াস আহমেদ বলেন, জাতির এক ক্রান্তিকালে বিএনপির প্রতিষ্ঠা হয়েছিল এবং বিএনপি ক্ষমতাসীন হয়েছিল। সে সময় দেশের মানুষ শান্তিতে ছিল। আর এখন স্বৈরচারি সরকার আওয়ামীলীগের হাতে কোন মানুষ নিরাপদ নয়। তাই স্বৈরাচারি ও অবৈধদের হাত থেকে এই সরকারকে পদত্যাগে ব্যাধ্য করানোই আজকের প্রতিষ্ঠাবার্ষিকীতে শপথ করার আহবান জানান।


স্বদেশ প্রত্যাবর্তন সংগ্রাম পরিষদের সভাপতি পারভেজ সাজ্জাদ বলেন, যুক্তরাষ্ট্র বিএনপিসহ দেশের মানুষ স্বৈরচারি আওয়ামী সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। তাদেরকে জনগন আর এক মুহুর্তও ক্ষমতায় দেখতে চায়না। দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে সবাইকে এক হয়ে কাজ করা এবং গুম, খুনের নায়ক আওয়ামী সরকারের বিরুদ্ধে এক হওয়ার আহবান জানান। এ ছাড়া বিএনপি নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের বিরুদ্ধে সকল মামলা প্রত্যাহারের দাবি জানান।

আরো পড়ুন