করোনার প্রথম ভ্যাকসিন নিলেন পুতিনের মেয়ে

সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

 

 

৪১২ বার দেখা হয়েছে

অবশেষে সব প্রতিক্ষার কি অবসান হতে চলেছে? করোনা ভাইরাস ভ্যাকসিন তৈরি হয়ে গিয়েছে- মঙ্গলবার এ ঘোষণা দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আর এর প্রথম ডোজ নিয়েছেন পুতিনের মেয়ে।

মস্কোর গামালেয়া ইনস্টিটিউট বানিয়েছে এই ভ্যাকসিন। বিশ্বের প্রথম করোনাভাইরাস ভ্যাকসিনটি দ্রুত ট্রায়ালের পর সবুজ সংকেত দিয়েছে রুশ স্বাস্থ্য মন্ত্রণালয়।

রুশ করোনাভাইরাস ভ্যাকসিন নিয়ে বেশ আত্মবিশ্বাসী পুতিন। দেশ তথা বিশ্ববাসীর শঙ্কা দূর করতে জানালেন, তাঁর মেয়েকেও দেওয়া হয়েছে এই ভ্যাকসিন। খুব অল্প সময়েই বাজারে আনার জন্য শুরু হয়ে যাবে বড় মাত্রার উত্পাদন, সাংবাদিকদের এমনটাই জানালেন পুতিন।

পুতিন জানালেন, এই ভ্যাকসিনের কোনও পার্শ্বপ্রতিক্রিয়া নেই। সামান্য জ্বর আসতে পারে, যেটা তাঁর মেয়ের ক্ষেত্রেও হয়েছে। কিন্তু প্রায় সঙ্গে সঙ্গেই তা সেরে গিয়েছে। 

তিনি আরও জানান, ভ্যাকসিনটি মানবদেহের জন্য কতটুকু নিরাপদ সেটি নিশ্চিত না হওয়া পর্যন্ত মাঠপর্যায়ে ছড়িয়ে না দিতে গবেষক ও স্বাস্থ্যকর্মীদের নির্দেশনা দেয়া হয়েছে।

আরো পড়ুন