কমিউনিটিতিতে পারিবারিক বন্ধনকে সুদৃঢ় করছে বারী হোম কেয়ার

সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

 

 

১৪৫ বার দেখা হয়েছে

সদা ব্যস্ত এই নিউ ইয়র্ক শহরে আমরা এমন পরিস্থিতর মধ্যে থাকি যখন ঘড়ির কাঁটার সাথে আমাদের ছুটতে হয় পাল্লা দিয়ে। সংসারে আমাদের বয়োজ্যেষ্ঠ আপনজনদের যথার্থ সময় দেওয়া হয়ে ওঠেনা কিংবা অর্থ উপার্জনের তাগিদে বয়স্ক আত্মীয় স্বজনদের ঠিকমত সেবা করার সময় হয়ে উঠেনা। আবার বয়স্ক ব্যক্তিরা প্রায়ই তাদের সাহায্যের জন্য অপরিচিতদের তাদের বাড়িতে প্রবেশ করতে দিতে চান না – কখনও কখনও বয়স্করা অপরিচিতদের উপস্থিতি অনুভব করতে অস্বস্তিকর বোধ করে। এসকল অবস্থা বিবেচনা করেই নিউ ইয়র্ক স্টেট বয়স্কদের জন্য চালু করেছে সিডিপ্যাপ প্রোগ্রাম। বারী হোম কেয়ার সম্পূর্ণ নিউ ইয়র্ক স্টেটের নিয়মানুযায়ী সিডিপ্যাপ প্রোগ্রামের আওতায় বয়স্ক/ অক্ষমদের হোম কেয়ার সুবিধা দিয়ে থাকে ।

সিডিপ্যাপ একটি গ্রাহক নির্দেশিত ব্যক্তিগত সহায়তা প্রোগ্রাম যা নিউ ইয়র্ক স্টেট ডিপার্টমেন্ট অফ হেলথ কর্তৃক স্বীকৃত। এই প্রোগ্রামের আওতায় বয়স্ক এবং অক্ষমদের জন্য একটি হোম কেয়ার সুবিধা সরবরাহ করা হয়। দক্ষ পেশাদার, যোগ্যতাসম্পন্ন লোকজন দ্বারা বয়স্ক এবং অক্ষমদের সাহায্য ও দৈনন্দিন সমস্ত কাজে সেবা প্রদান করা হয় যা প্রতিটি রোগীর ব্যক্তিগত চাহিদা অনুযায়ী নির্ধারণ করা হয়। নিউ ইয়র্ক স্টেট মেডিকেডের আওতাধীন ১৮ বছরের উর্ধ্বে যে কেউ এই সুবিধা নিতে পারে। পাশাপাশি এই প্রোগ্রামের আওতায় আপনি ঘরে বসে আপনার পরিবারের সদস্য বা প্রিয়জনের সেবা করে প্রতি সপ্তাহে আয়ের সুবর্ণ সুযোগ নিতে পারেন। এটি একটি সহজ পদ্ধতি। বারী হোম কেয়ার আপনার হয়ে সমস্ত কাজ করে আয়ের সুযোগ করে দিবে। এক্ষেত্রে আপনার প্রিয়জনের সেবার সমস্ত খরচ মেডিকেইড বহন করবে। এটি সম্পূর্ণ আইনসম্মত। বারী হোম কেয়ার চলমান কেস ট্রান্সফার করে বেশি ঘন্টা ও সর্বোচ্চ পেমেন্ট পাবার সুযোগ করে দিতে সক্ষম। এর ফলে আপনার আপনজনদের আর একা থাকতে হবেনা।

এই প্রোগ্রামে কাজ করার জন্য, ঘরে বসে আপনজনদের সেবা করার জন্য কোন ট্রেনিং বা সার্টিফিকেটের প্রয়োজন নাই। পাশাপাশি এই প্রোগ্রামের মাধ্যমে ঘরে বসে বছরে সর্বোচ্চ ৫৫,০০০ ডলার আয় করা সম্ভব। সিডিপ্যাপ প্রোগ্রামের মাধ্যমে হোম কেয়ার সার্ভিসের কারনে কমিউনিটিতে পারিবারিক বন্ধন আরো মজবুত হচ্ছে। এখন ইমিগ্রান্ট পরিবারগুলো দেশ থেকে বাবা-মা, শশুর-শাশুরী এবং বয়স্ক আত্মীয় স্বজনদের প্রবাসে আনতে ভরসা পাচ্ছে। তাই হোমকেয়ার সুবিধার মাধ্যমে পারিবারিক বন্ধন মজবুত হচ্ছে এবং পরিবারগুলোর অর্থনৈতিক ভিত্তি শক্ত হচ্ছে।

বারী হোম কেয়ার দীর্ঘ দিনধরে কমিউনিটিতে অসুস্থ, শারীরিকভাবে চলাফেরায় অক্ষম এবং প্রবীণদের সেবা দিয়ে আসছে নিষ্ঠা এবং দক্ষতার সাথে। বারী হোম কেয়ার দ্রুত সময়ের মধ্যে হোম কেয়ার সেবা চালু করার নিশ্চয়তা দান করে এবং স্টেটের নিয়মানুযায়ী সর্বোচ্চ অর্থ প্রদান করে। আপনজনের সেবা করে ঘরে বসে অর্থ উপার্জনের জন্য সহায়তা করে বারী হোম কেয়ার। 

সাফল্যের ধারাবাহিকতায় জ্যাকসন হাইটস, জ্যামাইকা, ব্রঙ্কস, ওজোন পার্ক এবং লং আইল্যান্ডে বারী হোম কেয়ারের পাঁচটি অফিস কমিউনিটিতে বয়স্ক এবং অক্ষমদের সেবা দিয়ে আসছে সর্বক্ষণ। কোভিড-১৯ মহামারীতেও কমিউনিটির সেবায় অগ্রনী ভূমিকা রেখে চলেছে বারী হোম কেয়ার।

আরো পড়ুন