ঐক্যের ডাক দিলেন বাইডেন

সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

 

 

৮৯ বার দেখা হয়েছে

নির্বাচনে এগিয়ে থেকে ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন ঐক্যের ডাক দিয়েছেন। তিনি জনগণকে পেছনের সব ভুলে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন। ভোটগ্রহণ শেষে তার সদর দফতরে দেওয়া ভাষণে এই আহ্বান জানান বাইডেন।

জো বাইডেন বলেন, ‘এখন সময় তাই করা, যা আমেরিকান হিসেবে আমরা সব সময় করে এসেছি। প্রচারণার সময়ে কড়া বক্তব্য পেছনে ফেলে, উত্তেজনা কমিয়ে ফেলা। একজন আরেকজনের সঙ্গে দেখা করে অন্যজনের প্রতি মনোযোগী হওয়া। একে অন্যের কথা শোনা এবং একে অন্যের প্রতি যত্নবান হওয়া ও সম্মান দেওয়া। আর জাতি হিসেবে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’

এ সময় তিনি নিজেকে বিজয়ী ঘোষণা করেননি। তিনি বলেছেন, ‘আমি এখানে বিজয় ঘোষণা করতে আসিনি। কিন্তু যখন সব ভোট গণনা শেষ হবে তখন নিশ্চিত আমরাই জিতব।’

ট্রাম্পের প্রতি ইঙ্গিত দিয়ে তিনি বলেন, ‘জনগণকে কণ্ঠরোধ বা হুমকি দিয়ে নিশ্চুপ করা যাবে না।  ক্ষমতা ছিনিয়ে নেওয়া কিংবা জাহির করা যায় না। এটি জনগণের কাছ থেকেই আসে। জনগণের ইচ্ছাই নির্ধারণ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কে হবেন।’

তিনি ভাষণের বেশি সময় ব্যয় করেন ঐক্যের আহ্বান জানিয়ে। তার সঙ্গে তিনি জুড়ে দেন দলীয় বিভেদ ভুলে জাতীকে ঐক্যবদ্ধ করার কথা, যেটা নির্বাচনী প্রচারণার সময় তার মূলমন্ত্র ছিল।

এখন পর্যন্ত পাওয়া ফলাফলে ২৭০ ইলেকটোরাল ভোট পাওয়ার খুব কাছাকাছি জো বাইডেন। জো বাইডেন ২৬৪ আর ট্রাম্প ২১৪ ইলেকটোরাল ভোট পেয়েছেন। তবে বাকি রাজ্যগুলোর ফলাফলে খুব হাড্ডাহাড্ডি লড়াইয়ে আছন দুই প্রার্থী।

আরো পড়ুন