ইতালিতে বিমানের বিশেষ ফ্লাইট ২৮ অক্টোবর

সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

 

 

১১৩ বার দেখা হয়েছে

ইতালির রোমে একটি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ফ্লাইটটি আগামী ২৮ অক্টোবর ঢাকা ছেড়ে যাবে। এ জন্য আগ্রহী যাত্রীদের রেজিস্ট্রেশন করতে বলা হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ওয়েবসাইটে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইনস আগামী ২৮ অক্টোবর, ২০২০ ঢাকা থেকে রোমের উদ্দেশ্যে একটি ফ্লাইট পরিচালনা করবে। যাত্রীদের বুকিংয়ের জন্য বিমান সেলস কাউন্টারে যোগাযোগ করতে অনুরোধ করা যাচ্ছে। ইতালি যাত্রার করোনা সংক্রান্ত শর্ত/নির্দেশনা বিমানের ওয়েবসাইট www.biman-airlines.com এ পাওয়া যাবে।’

উল্লেখ্য, গত সপ্তাহে বাংলাদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞা শিথিল করে ইতালি সরকার। তাই ঢাকায় আটকে পড়া প্রবাসীদের কর্মস্থলে যোগদানের লক্ষ্যে বিমান এই বিশেষ ফ্লাইটের ব্যবস্থা নিয়েছে।

আরো পড়ুন