আই এন্ড ডি ইউএসএ’র সিইও রিজ চৌধুরীর পিতা মঈন উদ্দিন চৌধুরীর ইন্তেকাল

সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

 

 

১৮৭ বার দেখা হয়েছে

নিউইয়র্কের স্বনামধন্য আই এন্ড ডি ইউএসএ এর কো ফাউন্ডার ও সিইও রিজ চৌধুরীর পিতা মোঃ মঈন উদ্দিন চৌধুরী (৭২) ঢাকার ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেছেন। ১০ সেপ্টম্বর ভোর চারটায় তিনি শেষ নিঃস্বাস ত্যাগ করেন।


রিজ চৌধুরীর পিতা একজন ব্যবসায়ি ও সমাজ সেবক ছিলেন। মঈন উদ্দিন চৌধুরী চট্টগ্রামের লালদিঘি এলাকায় সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন।

তিনি দৌলতপুর গর্ভামেন্ট স্কুলের লাইফ ডোনার মেম্বার, শেখ হাজী জামে মসজিদের সাবেক সভাপতি, মঈন চৌধুরী মার্কেটের স্বত্বাধিকারী এবং কক্সবাজারের পালংখালী এলাকায় ঐতিহ্যবাহী আবদুল লতিফ এস্টেট এর শেয়ার হোল্ডার ছিলেন। মঈন উদ্দিন কোভিট ১৯ এর মহামারির সময় শেখ জি পাড়াতে কয়েকশ পরিবারের মধ্যে ত্রান বিতরন করেছেন। সদা হাস্যেজ্জল চৌধুরী যে কোন সমাজকর্মের ডাক আসলে অকপটে তা গ্রহন করতেন।
মৃত্যুকালে তিনি ৩ পুত্র সন্তান ও এক কন্যা সন্তান রেখে গেছেন।


ছেলে রিজ চৌধুরী জানান, মৃত্যুর আগে তার পিতা কিডনী রোগে আক্রান্ত ছিলেন। তার পিতার অকাল প্রয়ানে তিনি বন্ধুবান্ধব ও সকল শুভাকাংখী ও স্বজনের কাছে দোয়া কামনা করেছেন। বারইয়ারহাট এলাকায় জনাব চৌধুরীর নামাজের জানাযা শেষ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

উল্লেখ্য, রিজ চৌধুরী বর্তমানে দেশে অবস্থান করেছেন ।

আরো পড়ুন