স্বাধীনতার ৫০ তম বছর

মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

 

 

১৯৫ বার দেখা হয়েছে

Arif R Hossain >>

– গরুর চামড়ার দাম ব্যবসায়ীরা ১৫০ টাকার উপরে পাচ্ছে না আর ছাগলের চামড়ার দাম বড়জোর ১০ টাকা

– এক অবসরপ্রাপ্ত আর্মি অফিসারকে এক পুলিশ কর্মকর্তার ডাইরেক্ট বুকি গুলি করে হত্যা করা

– গতকালকের সরকারী রিপোর্ট অনুযায়ী, প্রতি ৪ জনে একজন করোনা আক্রান্ত রোগী পাওয়া যাচ্ছে

…ঈদের তৃতীয় দিন আজকে

গত ৩ দিনের ৩ টা ঘটনার একটার হিসাবও মিলছে না

হিসাব মিলছে না কারণ; বিশেষজ্ঞরা এক কথা বলছে তো স্বাস্থ্যমন্ত্রী আরেক কথা বলছে… চামড়া ব্যবসায়ীরা এক কথা বলছে তো ট্যানারি মালিকরা এক কথা বলছে… পুলিশ এক কথা বলছে তো আর্মি এক কথা বলছে

প্রচণ্ড কনফিউজিং একটা ঈদ গেলো

বঙ্গবন্ধু বলে গিয়েছিলেন, “আমি তোমাদের স্বাধীনতা এনে দিয়েছি… এখন তোমরা এটা সামলাও সততা, স্বচ্ছতা এবং নিষ্ঠার সাথে’

শেষের ৩টা শব্দের দিকে তাকিয়ে আছি

উপরের ৩টা ঘটনাতেই একে একে ঠিক এই ৩টা কোয়ালিটিই মিসিং

তাও তখন, যখন কিনা দেশ স্বাধীনতার ৫০তম বছর উদযাপনের প্রস্তুতি নিচ্ছে।

আরো পড়ুন