সিকিউরিটি জবের কদর বেড়েছে ক্লাস নিতে ট্রিবিউন ট্রেনিং একাডেমীর বিশেষ অপার

মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

 

 

২২২ বার দেখা হয়েছে

করোনায় সিকিউরিটি জবের কদর বেড়েছে। নাজুক পরিস্থিতির মধ্যে সিটির বড় বড় বিল্ডিং গুলোতে কাজ কর্মের স্থবিরতা দেখা দিয়েছে। অনেক বিল্ডিং বন্ধ হয়ে গেছে। কিন্তু এসব বিল্ডিং পাহারা দিতে প্রশিক্ষন প্রাপ্ত সিকিউরিটি গার্ডের কদর বেড়েছে। এমনই সময় বাংলাদেশী মালিকানাধীন ট্রিবিউন ট্রেনিং একাডেমী সিকিউরিটি ক্লাস নিতে বিশেষ অপার ঘোষনা করেছে। শুধু ৪০ ডলারে ক্লাস নেওয়ার ঘোষনা দিয়েছে প্রতিষ্ঠানটি।

ট্রিবিউন ট্রেনিং একাডেমীর সিইও ইঞ্জিনিয়ার এমডি নোমান বলেন, করোনা পরিস্থিতিতে সিটির বড় বড় বিল্ডিং গুলো সাটডাউন রয়েছে। এসব বিল্ডিং রক্ষনা বেক্ষনের জন্য বহু সংখ্যক সিকিউরিটি গার্ডের প্রয়োজন। আমাদের প্রতিষ্ঠান একজন সিকিউরিটি গার্ডের করনীয় এবং অন্যান্য বিষয়ে প্রশিক্ষনের পাশাপাশি সার্টিফিকেট প্রদান করে। একই সাথে সার্টিফিকেট প্রাপ্তদের জবের জন্য সহায়তা করে। বিভিন্ন কোম্পানী থেকে ঘন্টায় ২০ থেকে ৩০ ডলার বেতনে সিকিউরিটি গার্ড নেওয়ার অপার রয়েছে আমাদের কাছে। কিন্তু আমরা অনেক সময় চাহিদা অনুযায়ী লোকজন দিতে পারিনা। তাই আগ্রহী ব্যক্তিরা দেরি না করে ট্রিবিউন ট্রেনিং একাডেমীর নাম্বার ৭১৮-৭৯০-২৬৬৪ যোগাযোগ করার অনুরোধ জানান।
প্রতিষ্ঠানটি সিকিউরিটি গার্ড ক্লাসের পাশাপাশি রয়েছে ওসা টেনিং, ফায়ার গার্ড টেনিং, ফাস্ট এইড, সিপিআর এইডি, লিপ্ট ট্রাক, ফরকিলিপ্ট অপারেটর, ফ্লাগার ট্রেনিং, ডিপেন্সিপ ড্রাইভিং কোর্স, রিসুম বিল্ডিং।

টিবিউন ট্রেনিং একাডেমী বেশ কয়েক বছর ধরে সুনামের সাথে বাংলাদেশী সহ বিভিন্ন কমিউনিটির লোকজনকে ট্রেনিংয়ের মাধ্যমে যোগ্য ও দক্ষতার সেবা দিয়ে আসছেন বলে উল্লেখ করেন প্রতিষ্ঠানটির কনসালটেন্ট মিসেস নোমান।

আরো পড়ুন