শেখ হাসিনার জন্মদিনে মিরসরাইতে যুবলীগের বর্ণাঢ্য আয়োজন

মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

 

 

২৩৬ বার দেখা হয়েছে

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন উপলক্ষে মিরসরাইতে যুবলীগের উদ্যোগে বর্ণাঢ্য কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানে দলের নেতাকর্মী, সমর্থক-শুভ্যানুধ্যায়ীরা আনন্দ-উৎসবের মধ্যে দিয়ে জন্মদিনের এই অনুষ্ঠান উদযাপন করেন।

আজ (২৮ সেপ্টেম্বর) উপজেলার বারইয়ারহাট এলাকায় জন্মদিনের অনুষ্ঠান উপলক্ষে দোয়া মাহফিল,কেককাটা, বৃক্ষরোপন এবং বিতরণ করা হয়।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে যুবলীগ নেতা মাইনুর ইসলাম রানা বলেন, দেশের দূরদর্শী ও বলিষ্ঠ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন আজ। গোপালগঞ্জের মধুমতি নদী বিধৌত টুঙ্গিপাড়ায় ১৯৪৭ সালে মেধাবী এই নেতার জন্ম না হলে অন্ধকারে ঢেকে যাওয়া এই দেশকে আলোতে ফিরিয়ে আনার কেউ থাকতো না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মধ্য দিয়ে এদেশের ভাগ্যাকাশে যে নিকশ কালো মেঘ ঘিরে ফেলেছিলো তা থেকে এই জাতিকে মুক্তি দিয়েছেন পিতা মুজিবের যোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আরো বলেন, শেখ হাসিনা সমগ্র জাতিকে নিষ্ক্রিয়তা, নির্জীবতা, বিমূঢ়তা থেকে মুক্ত করার জন্য দীর্ঘ লড়াই সংগ্রাম চালিয়ে আসছেন। সংগঠক হিসেবে নিজ দলকে করে তুলেছেন গতিশীল। শুধু বাংলাদেশ এবং বাঙালির মাঝে শেখ হাসিনাকে দেখতে গেলে ছোট গণ্ডিতে ছোট করে দেখানো হয়। প্রকৃতপক্ষে তিনিই বাঙালী পথিক এবং পুরো দেশের প্রতিনিধি। বহির্বিশ্বে বাঙালির অগ্রগতিকে তিনি যতখানি সামনে তুলে এনেছেন তা অতুলনীয়। বাংলাদেশকে সমৃদ্ধ দেশ এবং বাঙালিকে সমৃদ্ধ জাতি হিসেবে সামনে এগিয়ে নেয়ার প্রত্যাশী শেখ হাসিনা। বাংলাদেশ নামক রাষ্ট্রটির অগ্রগতির নায়ক শেখ হাসিনা বিশ্বনায়ক অভিধার দিকে ক্রমশ এগিয়ে চলেছেন। যা জাতি হিসেবে বাঙালির জন্য গৌরবের।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগ নেতা ইব্রাহিম খলিল ভূঁইয়া,৮ নং ইউনিয়ন যুবলীগের সভাপতি সলিম, ৫নং ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সাত্তার, উপজেলা যুবলীগ সদস্য শামিম, ওহিদুল হক,নাজিম উদ্দিন রাসেল সহ উপজেলা যুবলীগ নেতা জাহেদ ভূইয়া,মিঠু,নুর হোসেন, শাহজাহান মিয়াজী,রিয়াদ বাবু,নাইম ভূইয়া,নুরুদ্দিন শামীম,রিমু, জাবেদ,,শাহদাত,শাহাদত বাদশা,রনি,শাহরিয়ার প্রমূখ। আরো উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য ছাত্রনেতা সোহরাওয়ার্দী নিজামী নওফেল,ফাহিমুল হুদা,মাহমুদ হৃদয়, আরিফুল ইসলাম মাহিম,ফারসি,মিনহাজ,বাপ্পি,জিতু,আশ্রাফ,সালাউদ্দিনসহ বিভিন্ন ইউনিট থেকে আগত ছাত্রলীগ, যুবলীগের ভিবিন্ন স্তরের নেতৃবৃন্দ।

আরো পড়ুন