লায়ন্স ক্লাব অব মডেল স্টার’র সভা

মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

 

 

১০৯ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ক্লাব অব চিটাগাং মডেল স্টার’র এক জরুরী সভা সম্পন্ন হয়েছে।

সংগঠনের সভাপতি লায়ন আবু মোস্তফা কামাল চৌধুরীর সভাপতিত্বে তাঁর হালিশহরস্থ বাসভবনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স জেলা রিজন চেয়ারপার্সন লায়ন ড. মুহাম্মদ কামাল উদ্দিন।

ক্লাবের সাধারণ সম্পাদক লায়ন মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাবের সহ-সভাপতি (১ম) লায়ন জয়নুল আবেদীন, ট্রেজারার এড. কাইয়ুম ভুঁইয়া, অধ্যাপক শারাফাত হোসেন, ব্যাংকার শাহরিয়ার তানভীর তুহিন, লিও ক্লাব চিটাগাং মডেল স্টার’র সদ্য সাবেক সভাপতি লিও মুহাম্মদ নাজমুল হাসান প্রমুখ।

অনুষ্ঠানে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারীতে করোনা ভাইরাসের সময়ে সাধারণ মানুষের জন্য ক্লাবের পক্ষ থেকে এবং ক্লাবের নেতৃবৃন্দের ব্যক্তিগত পক্ষ থেকে নেওয়া বিভিন্ন উদ্যোগের বিষয়ে আলোচনা এবং করোনা পরবর্তি সময়ে আরো বেশি করে মানুষের পাশে দাঁড়ানোর বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া ক্লাবের সাংগঠনিক গতিকে কিভাবে আরো বেগবান করা যায় সেই লক্ষ্যে কয়েক স্তরের পরিকল্পনা গ্রহণ করা হয়।

আরো পড়ুন