যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩

মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

 

 

১২৯ বার দেখা হয়েছে

যুক্তরাষ্ট্রের শিকাগোতে অজ্ঞাত এক বন্দুকধারীর গুলিতে কমপক্ষে ৩ জনের প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৪ জন। খবর গ্লোবাল নিউজের। 

স্থানীয় সময় রোববার (১০ জানুয়ারি) মধ্যরাতে শহরটির এভান্সটনের কয়েকটি এলাকায় ওই হামলায় চালানো হয়। পরে পুলিশের গুলিতে বন্দুকধারীও মারা যায় বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। 

প্রতিবেদনে জানানো হয়, নিহতদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীও রয়েছেন। এদের মধ্যে এক নারী ও এক শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা সংকটাপন্ন বলে জানানো হয়েছে। তবে, হতাহতদের নাম প্রকাশ করা হয়নি। 

ঘটনা তদন্তে এরই মধ্যে মাঠে নেমেছে শিকাগো পুলিশ। 

আরো পড়ুন